Kolkata News : প্রেমিকের ছুরির কোপে ধরাশায়ী মহিলা, বাঁচাতে ছুটল প্রাক্তন স্বামী! টালিগঞ্জে হইচই – tollygunj woman stabbed by lover ex husband saves her life


ফের শহরে নৃশংস খুনের চেষ্টার ঘটনা। এ মহিলাকে খুনের চেষ্টার অভিযোগ ঘিরে চাঞ্চল্য দক্ষিণ কলকাতার
টালিগঞ্জ এলাকায়। শনিবার সকালে টালিগঞ্জের মালঞ্চ সিনেমার সংলগ্ন উৎপল দত্ত লেনে আক্রমণের মুখে পড়েন বছর বাইশের এক মহিলা। বাড়ির বাইরে তাঁকে ছুরি দিয়ে ক্রমাগত আঘাত করে এক যুবক। এই ঘটনায় হকচকিয়ে যান স্থানীয় বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম অভিজিৎ সরকার (২৩) ওরফে রোহান। ওই মহিলা অভিযুক্ত রোহানের ‘গার্লফ্রেন্ড’ বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। গোটা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যুবকের অভিযোগ, ওই মহিলা তাঁরা পাওয়ার ব্যাঙ্ক ও নগদ টাকা চুরি করেছেন। সেই আক্রোশ থেকে এই আক্রমণ বলে জিজ্ঞাসাবাদের মুখে পুলিশকে জানিয়েছে সে।

Kolkata Latest News : হরিদেবপুরে মা-কে ধর্ষণ ছেলের, যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, মহিলার চিৎকার শুনে তাঁর প্রাক্তন স্বামী তাঁকে বাঁচাতে আসেন। তাঁকেও আক্রমণ করেন অভিযুক্ত যুবক। জানা গিয়েছে, কয়েকমাস আগেই আক্রান্ত মহিলার বিবাহ বিচ্ছেদ হয়েছে। তিন মাস ধরে আক্রান্ত মহিলার সঙ্গে অভিযুক্ত যুবকের প্রেমের সম্পর্ক রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনার পর আহত মহিলাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।

Murshidabad News : বিয়ে করার টোপ! তরুণীর মাথা কেটে পুকুরে ফেলল যুবক
অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। আদালতে পেশ করার পর বিচারক তাঁকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। ঠিক কী কারণে ওই যুবকক মহিলার উপর আক্রমণ করল তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিুশ। এই ঘটনার পর আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা।

Acid Attack On Tripura Police : পুলিশের গাড়ি লক্ষ্য করে অ্যাসিড হামলা, ত্রিপুরায় আক্রান্ত ৫
স্থানীয় এক দোকানদার এ প্রসঙ্গে বলেন, ‘সকাল বেলা সদ্য দোকান খুলেছি। হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে গিয়ে দেখি রক্তারক্তি কাণ্ড। এক যুবক স্থানীয় এক মহিলাকে ছুরি দিয়ে ক্রমাগত আঘাত করেছে বলে শুনলাম। আমাদের এখানে এই ধরনের কোনও ঘটনা ঘটেনি। এই ঘটনার পর স্বাভাবিকভাবে এলাকার বাসিন্দাদের মতো আতঙ্ক রয়েছে। আগে ওই যুবককে এলাকায় দেখেছি বলে মনে হয় না। আমরা চাই পুলিশ তদন্ত করে সত্য উদঘাটিত করুক।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *