Purba Medinipur : বচসার মধ্যেই BJP কর্মীদের ব্যাপক মারধর! ভগবানপুরে বোর্ড গঠনের পরও হিংসা অব্যাহত – three bjp workers are injured in the fight after the argument trinamool accused in this incident in purba medinipur


পঞ্চায়েত নির্বাচন, বোর্ড গঠন প্রক্রিয়া শেষ হলেও থামছে না রাজনৈতিক হিংসা। রাজনৈতিক হিংসার ঘটনায় আহত হয়েছেন তিনজন। অভিযোগ, বচসার মধ্যেই মারামারির ঘটনায় আহত হয়েছেন তিন BJP কর্মী। যথারীতি অভিযোগের আঙুল তোলা হয়েছে তৃণমূলের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। BJP কর্মীর বাড়িতে চড়াও হয়ে BJP কর্মী ও তাঁদের পরিবারের লোকজনকে ব্যাপক মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর এক ব্লকের মহম্মদপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। আহত তিন BJP কর্মীকে গভীর রাতে আনা হয় ভগবানপুর গ্রামীণ হাসপাতালে।

WB Panchayat Board : পঞ্চায়েত বোর্ড গঠনে BJP প্রার্থীদের ঢুকতে বাধা! প্রতিবাদে তৃণমূল কার্যালয় ভাঙচুর পূর্ব মেদিনীপুরে
প্রাথমিক চিকিৎসার পর তাঁদের তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পঞ্চায়েতের বোর্ড গঠন পর্ব সমাপ্ত হওয়ার পরেও নতুন করে রাজনৈতিক হিংসার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ভগবানপুর থানায় এলাকায়। এলাকার এক BJP নেতা বলেছেন, ‘বিকেলের দিকে এলাকায় কয়েকজন BJP কর্মীকে তৃণমূলের লোকেরা কটূক্তি করে। সেটার প্রতিবাদ করেন আমাদের দলের লোকেরা। সেই সময় দুপক্ষের মধ্যে বচসা হয়। পরে রাতের দিকে তৃণমূলের দুষ্কৃতীরা ভারী অস্ত্র নিয়ে আমাদের কর্মীদের বাড়িতে হামলা চালায়।

Trinamool Congress : তৃণমূল অঞ্চল সভাপতির উপর হামলার অভিযোগ, BJP-র মণ্ডল সভাপতি সহ ধৃত ৩
কয়েকজনকে জখম করে ও বাড়ি ভাঙচুর করে পালায়। পুলিশের কাছে এই নিয়ে অভিযোগ করা হয়েছে’। BJP-র করা অভিযোগ অস্বীকার করেছে শাসকদল তৃণমূল। স্থানীয় এক তৃণমূল নেতা বলেছেন, ‘নিজেদের গোষ্ঠী কোন্দলের ফলে এই ধরনের ঘটনা। এর সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নয়।
নিজেদের মধ্যে BJP ঝামেলা করছে, আর সব দোষ আমাদের ঘাড়ে দিতে চাইছে’। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে, রাতের অন্ধকারে BJP-র ফ্লেক্স ,পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

Panchayat Board : বোর্ড গঠনের দিন রক্তাক্ত বাঁকুড়া, দু’পক্ষের ঝামেলায় আহত একাধিক BJP কর্মী
বনগাঁ পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের আর.এস মাঠ সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বনগাঁ সাংগঠনিক জেলার BJP সভাপতি দেবদাস মণ্ডল। BJP-র জেলা সভাপতি অভিযোগ করে বলেন, ‘১৫ই অগাস্টের জন্য আমাদের পার্টি অফিসের পাশে সাজানো ছিল সব কিছু।

WB Panchayat Board : বোর্ড গঠন ঘিরে ব্যাপক উত্তেজনা, তৃণমূল-BJP সংঘর্ষে রণক্ষেত্র খানাকুল
পতাকা ও ফ্লেক্সও লাগানো ছিল। সেইগুলি গতকাল রাতের অন্ধকারে তৃণমূলের হার্মাদ বাহিনী এসে ছিঁড়ে দেয়। পতাকা ফেলে দেয়’। এর আগেও এমন ঘটনা ঘটেছে বলে দাবি BJP-র জেলা সভাপতির। পাশাপাশি তিনি এও অভিযোগ করেন যে ব্যক্তি BJP-কে পার্টি অফিসের জন্য ঘর ভাড়া দিয়েছেন তাঁকে বিভিন্ন রকমভাবে হুমকি দেওয়া হচ্ছে এবং মারধর করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *