প্রাথমিক চিকিৎসার পর তাঁদের তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পঞ্চায়েতের বোর্ড গঠন পর্ব সমাপ্ত হওয়ার পরেও নতুন করে রাজনৈতিক হিংসার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ভগবানপুর থানায় এলাকায়। এলাকার এক BJP নেতা বলেছেন, ‘বিকেলের দিকে এলাকায় কয়েকজন BJP কর্মীকে তৃণমূলের লোকেরা কটূক্তি করে। সেটার প্রতিবাদ করেন আমাদের দলের লোকেরা। সেই সময় দুপক্ষের মধ্যে বচসা হয়। পরে রাতের দিকে তৃণমূলের দুষ্কৃতীরা ভারী অস্ত্র নিয়ে আমাদের কর্মীদের বাড়িতে হামলা চালায়।
কয়েকজনকে জখম করে ও বাড়ি ভাঙচুর করে পালায়। পুলিশের কাছে এই নিয়ে অভিযোগ করা হয়েছে’। BJP-র করা অভিযোগ অস্বীকার করেছে শাসকদল তৃণমূল। স্থানীয় এক তৃণমূল নেতা বলেছেন, ‘নিজেদের গোষ্ঠী কোন্দলের ফলে এই ধরনের ঘটনা। এর সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নয়।
নিজেদের মধ্যে BJP ঝামেলা করছে, আর সব দোষ আমাদের ঘাড়ে দিতে চাইছে’। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে, রাতের অন্ধকারে BJP-র ফ্লেক্স ,পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
বনগাঁ পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের আর.এস মাঠ সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বনগাঁ সাংগঠনিক জেলার BJP সভাপতি দেবদাস মণ্ডল। BJP-র জেলা সভাপতি অভিযোগ করে বলেন, ‘১৫ই অগাস্টের জন্য আমাদের পার্টি অফিসের পাশে সাজানো ছিল সব কিছু।
পতাকা ও ফ্লেক্সও লাগানো ছিল। সেইগুলি গতকাল রাতের অন্ধকারে তৃণমূলের হার্মাদ বাহিনী এসে ছিঁড়ে দেয়। পতাকা ফেলে দেয়’। এর আগেও এমন ঘটনা ঘটেছে বলে দাবি BJP-র জেলা সভাপতির। পাশাপাশি তিনি এও অভিযোগ করেন যে ব্যক্তি BJP-কে পার্টি অফিসের জন্য ঘর ভাড়া দিয়েছেন তাঁকে বিভিন্ন রকমভাবে হুমকি দেওয়া হচ্ছে এবং মারধর করা হচ্ছে।