মুখ্যসচিব সহ ৪ জনকে শোকজ জাতীয় মানবাধিকার কমিশনের


Malda জেলার পাকুয়াহাটে দুই মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনায় রাজ্যের মুখ্য সচিব, প্রধান সেক্রেটারি, ডিজি এবং মালদার এসপিকে শোকজ করা হল। চার পদস্থ আধিকারিককে শোকজ করল জাতীয় মানবাধিকার কমিশন। ছয় সপ্তাহের মধ্যে জবাব চাইল কমিশন।

Malda News : &amp#39;আমরা চুরি করিনি, তাও…&amp#39;, মুখ খুললেন মালদার নির্যাতিতা মহিলারা
মালদা জেলার পাকুয়াহাটে দুই মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনায় তোলপাড় হয় গোটা রাজ্য। এবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে কড়া ব্যবস্থা গ্রহণ করল জাতীয় মানবাধিকার কমিশন। কমিশনের তরফে জানতে চাওয়া হয়েছে, দুই মহিলাকে কেন ৩ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না? চার পুলিশ অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরই বা কী হল জানতে চেয়েছে কমিশন।

Malda News : মালদায় নির্যাতিতা ২ মহিলার জামিন মঞ্জুর করল আদালত, অস্বস্তি বাড়ল পুলিশের
প্রসঙ্গত, গত জুলাই মাসে মালদা জেলার বামনগোলার পাকুয়াহাট এলাকায় দুই মহিলাকে বিবস্ত্র করে চোর সন্দেহে মারধরের ঘটনায় তোলপাড় হয় গোটা রাজ্য। দুই মহিলাকে মারধরের একটি ভিডিয়ো ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। এরপরেই ঘটনার তীব্র নিন্দা জানানো হয় বিভিন্ন মহল থেকে। বিষয়টি নিয়ে আন্দোলন শুরু করে দেয় রাজ্যের প্রধান বিরোধী দল BJP।

Malda Pakuahat News : বিকিকিনির আসরে চুরি-কেপমারির রমরমা, কুখ্যাত হয়ে মালদার পাকুয়াহাটবাসী দুষছেন পুলিশকেই
ওই দুই মহিলার পরিবার সূত্রে জানা যায়, তাঁরা মালদার পাকুয়া হাটে লেবু বিক্রি করতে গিয়েছিলেন। হঠাৎ বাজার এলাকায় তাঁদের বিরুদ্ধে চুরির অভিযোগ তোলে কিছু স্থানীয় মানুষ। চোর অপবাদ দিয়ে তাঁদের মারধর শুরু করা হয় বলে অভিযোগ। একজন মিষ্টি বিক্রেতা তাঁদের চোর অপবাদ দেওয়ার কারণেই এই ঘটনা ঘটে বলে জানা যায়।
এরপর দুই মহিলাকেও গ্রেফতার করা হয়। গ্রেফতার করা হয় স্থানীয় আরও পাঁচজন অভিযুক্তকে। পরবর্তীকালে ছাড়া পান ওই দুই মহিলা। তাঁরা কোনও চুরির ঘটনার সঙ্গে যুক্ত নয় বলে দাবি করেন। ঘটনাটি নিয়ে চূড়ান্ত সমালোচনা করা হয় BJP তরফে। এমনকি মণিপুরের ঘটনার সঙ্গেও এই ঘটনার তুলনা টেনে আনা হয়।

Malda Pakuahat News : মালদায় বিবস্ত্র করে মার দুই মহিলাকে! আক্রান্তরাই জেলে!

গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা নিয়ে আগামী ছয় সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এই ঘটনায় আগেই চার পুলিশ কর্মীকে ক্লোজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। চার পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কোনও বিভাগীয় তদন্ত হয়েছে কিনা তার জবাব জানতে চাওয়া হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের তরফে। জাতীয় মানবাধিকার কমিশনের এই শোকজ নিয়ে এখনও সরকারি তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি বলে খবর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *