Jadavpur University News : CCTV কবে লাগানো হবে? প্রশ্নে মেজাজ হারালেন যাদবপুরের ভিসি – vice chancellor of jadavpur university buddhadev sau lost his temper after hearing the question about when the cctv will be installed


এই সময়: সিসিটিভি কবে লাগানো হবে ক্যাম্পাসে–এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে খানিকটা মেজাজ হারালেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য বুদ্ধদেব সাউ। বুধবার তাঁকে প্রশ্ন করা হয়েছিল সিসি ক্যামেরার নজরদারির বিষয়ে। সংক্ষেপে তার জবাবও দিয়েছিলেন বুদ্ধদেব। তারপরেও সাংবাদিকরা বিশদ জানানোর অনুরোধ করলে ক্যামেরার সামনে দৃশ্যতই বিরক্ত অন্তর্বর্তী ভিসি বলেন, ‘বার বার একই প্রশ্ন? আমি কি সব মুখস্থ করে রেখে দিয়েছি?’

Jadavpur University News :’ব়্যাগিং-এ অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করেছেন’, যাদবপুরের নতুন ভিসিকে নিয়ে বিস্ফোরক পড়ুয়া
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, একটি সরকারি সংস্থাকে এই সিসিটিভি লাগানোর বরাত দেওয়া হতে পারে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইছেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে তবেই পদক্ষেপ করতে। বিষয়টি এগজিকিউটিভ কাউন্সিলেও আনতে চাইছেন তাঁরা। এ ব্যাপারে অল স্টেক হোল্ডার বৈঠকের পর ছাত্র সংসদ আফসুর তরফ থেকে সিসিটিভি বসানোর বিষয়ে আলোচনার আহ্বান জানিয়ে কর্তৃপক্ষকে দাবিপত্রও জমা করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একটা বড় অংশ নিরাপত্তার স্বার্থে সিসিটিভির পক্ষে থাকলেও নজরদারির বিপক্ষে। ফলে এখন সাবধানেই পা ফেলতে চাইছেন ভারপ্রাপ্ত উপাচার্য।

Jadavpur University Ragging Case : প্রাণের বিনিময়ে বোধদয়, একগুচ্ছ নির্দেশিকা জারি যাদবপুরে
এ দিনই যাদবপুর ক্যাম্পাস থেকে ঢাকুরিয়া পর্যন্ত বিশাল নাগরিক মিছিল বের হয়। তাতে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, শিক্ষাকর্মী থেকে বহু সাধারণ মানুষ। প্রত্যেকেরই দাবি, র‍্যাগিং মুক্ত ক্যাম্পাস করতে হবে। মিছিলে আইআইটি থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে র‍্যাগিংয়ে আক্রান্ত-মৃতদের বিচারের দাবিও তোলা হয়। এ দিনই আবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হঠাৎ জলপাই রংয়ের পোশাক পরা কয়েকজনের ঢুকে পড়া নিয়ে চাঞ্চল্য ছড়ায়। পরে জানা যায়, তারা একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী। র‍্যাগিং রোধে কাজ করে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষীরা তাদের বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *