শিক্ষকতার জাতীয় সম্মান! দেশের সেরা ৫০-এ জায়গা পেলেন হাওড়ার শিক্ষক


National Teacher Award বা ‘জাতীয় শিক্ষক সন্মান’ রাষ্ট্রপতি পুরস্কার পেতে চলেছেন হাওড়া শিক্ষক। এবছর জাতীয় শিক্ষকের সম্মানে ভূষিত হলেন হাওড়ার নিশ্চিন্দা রঘুনাথপুর নফর একাডেমির প্রধান শিক্ষক চন্দন মিশ্র।

Howrah News Today : শিশুকে ব্রিজ থেকে চলন্ত মালগাড়িতে ছুঁড়ে ফেলল মায়ের প্রেমিক, লুঠ টাকা-গয়নাও
জাতীয় শিক্ষকের সম্মানে দেশের ৫০ জন শিক্ষকদের যে তালিকা মনোনীত করা হয় তাদের মধ্যে কুড়ি নম্বর স্থানে থাকা এই নিশ্চিন্দা রঘুনাথপুর নফর একাডেমীর প্রধান শিক্ষক চন্দন বাবু।চন্দন বাবু জানান আগামী ৩রা সেপ্টেম্বর তাকে রাজধানীতে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ৫ই সেপ্টেম্বর রাষ্ট্রপতি তাঁর হতে জাতীয় শিক্ষকের পুরস্কার তুলে দেবেন।

Kona Expressway Project: জ্যামজটের সমাধানে বিশ্বমানের সুপার হাইওয়ে কোনা এক্সপ্রেসওয়ে, শীঘ্রই হচ্ছে ৬ লেনের উঁচু উড়ালপথ
স্বাভাবিকভাবেই, আপ্লুত চন্দন মিশ্র। তিনি জানান, ২২ বছর আগে শিক্ষকতার সঙ্গে যুক্ত হয়েছিলেন। ২০২২ সালে রাজ্য সরকার ‘শিক্ষারত্ন’ সম্মানে ভূষিত করেন তাঁকে। এবার জাতীয় সম্মানে অনেকটাই গর্বিত তিনি। বরানগরের বাসিন্দা চন্দনবাবু শিক্ষকতা জীবন শুরু ২০০১ সাল থেকে প্রায় চার বছর কলকাতার খিদিরপুর একাডেমিতে ছিলেন।

Vande Bharat Express : বন্দে ভারতের বদলে অন্য ট্রেন! তুমুল বিক্ষোভ, সাত সকালে হাওড়া স্টেশনে হট্টগোল
এরপর গ্রামীণ হাওড়ার বাগনান কুলগাছিয়ার কামিনা হাই স্কুলে দশ বছর শিক্ষকতা করেছেন। জাতীয় সম্মানপ্রাপ্ত শিক্ষক চন্দনবাবু আরো জানান তিনি অন্যান্য শিক্ষকদের মতোই একজন মানুষ গড়ার কারিগর এই সম্মান তাঁকে আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্মকে আরো উন্নত করার যে স্বপ্ন তিনি দেখেন সে কাজে আরও উৎসাহ দেবে।
জানা গিয়েছে, চন্দন মিশ্র ইংরেজি এবং এডুকেশনে স্নাতকোত্তর উত্তীর্ণ হন। এরপর এডুকেশনে বিষয়ে বি.এড এবং পিএইচডি করেছেন ডঃ চন্দন মিশ্র। তিনি বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম হাই স্কুল থেকে পড়াশোনা করে স্কটিশ চার্চ কলেজে স্নাতকস্তরের পড়াশোনা করেন। এরপর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যলয় (Rabindra Bharati University), ডেভিড হেয়ার ট্রেনিং কলেজ এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ে তাঁর পরবর্তী ধাপ।

জাতীয় শিক্ষক বুদ্ধদেব

শিক্ষক দিবসে (Teachers Day) প্রতি বছরেই কেন্দ্রের তরফে দেশের সেরা শিক্ষকদের পুরস্কৃত করা হয়। এ বছর জাতীয় শিক্ষক সম্মানের জন্য সারা দেশ থেকে ৫০ জন শ্রেষ্ঠ শিক্ষককে বেছে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে পুরস্কারপ্রাপকদের তালিকা প্রকাশ করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেছে নেওয়া ৫০ জন শিক্ষক- শিক্ষিকাকে বিশেষ শিক্ষণ পদ্ধতিতে শিক্ষাদানের জন্য সম্মানিত করেন রাষ্ট্রপতি। উল্লেখ্য, জাতীয় শিক্ষক সম্মানের মতো বর্তমান রাজ্য সরকার শিক্ষা রত্ন দেওয়া হয় থাকে। প্রতি বছরই জেলার বিভিন্ন স্কুল থেকে শিক্ষা জগতে বিশেষ অবদানের জন্য শিক্ষকদের পুরস্কৃত করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *