Bardhaman News : সোনার দোকানে ব্যবসায়ীকে গুলি, ধৃত দাগী আসামী – a criminal was arrested by the memari police station in connection with the shooting of the owner of the shop for preventing the robbery attempt at a gold shop in shaktigarh


এই সময়, বর্ধমান: মোটর বাইকে চেপে শক্তিগড়ের জোতরামে এসে সোনার দোকানে লুঠপাটের চেষ্টা করে দুই দুষ্কৃতী। দোকানের মালিক স্বদীপ দাস বাধা দিলে তাঁকে গুলি করে তারা। এর পরেই বাইক চালিয়ে দোকান লাগোয়া ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে পালিয়ে যায় দুষ্কৃতীরা। গত শুক্রবারের এই ঘটনার তিন দিনের মধ্যে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল মেমারি থানার পুলিশ।

Bardhaman Shootout : ব্যারাকপুরের ছায়া গাংপুরে! দিনে দুপুরে সোনা দোকানিকে লক্ষ্য করে গুলি, আতঙ্ক
ধৃতের নাম শেখ রবি, বাড়ি মেমারি-১ ব্লকের বাগিলা পঞ্চায়েতের বহরমপুর গ্রামে। জানা গিয়েছে, সিসি ক্যামেরার ফুটেজ দেখে রবিকে চিহ্নিত করে পুলিশ। জেলা পুলিশ সুপারের নির্দেশে সোর্স মারফত শেখ রবির মোবাইল নম্বর জোগাড় করে মেমারি থানা। সেই মোবাইলের টাওয়ার লোকেশন অনুযায়ী রবিবার রাতে এলাকা ঘিরে ফেলে পুলিশ।

Bardhaman Shootout : বর্ধমানে শ্যুটআউটকাণ্ডের ২৪ ঘণ্টা পার, এখনও অধরা দুষ্কৃতী
কিন্তু গ্রামে পুলিশ দেখে পালিয়ে যায় রবি। এর পর ভোররাতে বাড়িতে ঢুকলে শেখ রবিকে আটক করে শক্তিগড় থানায় নিয়ে আসে পুলিশ। গুলি চালানোর ঘটনায় যে মোটর বাইকটি ব্যবহার করা হয়েছিল সেটাও তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে। শক্তিগড় থানায় সোমবার দিনভর জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে শেখ রবিকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার তাকে বর্ধমান সিজেএম আদালতে পেশ করে হবে।

Birbhum News : ছিনতাইয়ের আগেই গ্রেফতার! বীরভূমে ফের আগ্নেয়াস্ত্র সহ ধৃত ১
এদিকে, পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, পুলিশি জিজ্ঞাসাবাদে সেদিনের ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে রবি। তবে তার দাবি, সে গুলি চালায়নি। গুলি চালিয়েছে বাইকে থাকা অন্য একজন। তদন্তের স্বার্থে পুলিশ সেই ব্যক্তির নাম-ঠিকানা গোপন রেখেছে। গত শুক্রবার ঘটনার দিন বাধা দিতে গিয়ে দুষ্কৃতীদের হুমকির মুখে পড়েছিলেন স্বদীপের প্রতিবেশী ব্যবসায়ী বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। এদিন গ্রেপ্তারির ঘটনায় তিনি বলেন, ‘দ্রুত ব্যবস্থা নিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। আমাদের বিশ্বাস, বাকিরাও ধরা পড়বে।’ অন্য দিকে, এখনও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সোনা ব্যবসায়ী স্বদীপ দাস।

Raju Jha : সস্তায় আইফোন চাই? রাজেশ ঝা’র নামে ফ্রড
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ ঘটনার নেপথ্যে শেখ রবির সঙ্গে আরও যারা ছিল তারা সকলেই অপরাধ জগতের সঙ্গে আগে থেকেই জড়িত। ২০১৯ সালের ২৫ অগস্ট বর্ধমান শহরের জিটি রোডে একটি বিরিয়ানি দোকানের মালিকের থেকে তোলা না পেয়ে সেই দোকানে বোমাবাজি করে দুষ্কৃতীরা। সে ঘটনায় শেখ রবিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। জামিনে ছাড়া পাওয়ার পরে মাদক পাচার করে ফের গ্রেপ্তার হয় রবি। এনডিপিএস ধারায় মামলা করে তাকে জেলে পাঠিয়েছিল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাস তিনেক আগে জেল থেকে জামিনে ছাড়া পেয়ে ফের অপরাধে জড়িয়েছিল রবি ও তার দলের লোকেরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *