Hilsa Fish: গঙ্গায় উঠল বিশাল ওজনের ইলিশ, ৩ কেজির মাছ কিনতে লম্বা লাইন – more than 3 kg weight hilsa fish caught at ganges near howrah uluberia sold at a whopping amount


ক্যালেন্ডারে বর্ষা আসতে আসতেই পেটুক বাঙালির মন খোঁজে ইলিশ। জলের এমন সুস্বাদু ফসলে মন মজেনি এমন মানুষ পাওয়া ভার। কিন্তু যেমন নাম তার তেমন দামও। তবে রসনার সামনে কবে বাঁধ মেনেছে দাম। তাই বঙ্গে ‘ঘন ঘোর বরিষা’ আসলেও ইলিশ বিনে চলে কেমন করে! এখন শুধু ওপার বাংলার ইলিশেরই চাহিদা বেশি। মৎস্যজীবীরা বলেন এপার বাংলায় তেমন বড় ইলিশের দেখা আর মেলে না। তবে দীর্ঘদিন পর উলুবেড়িয়ার গঙ্গা লক্ষ্মীলাভ হল এক মৎস্যজীবীর।

দীর্ঘদিন পর আবার উলুবেড়িয়া গঙ্গায় বড় আকারের ইলিশের দেখা মিলল। বুধবার উলুবেড়িয়া গঙ্গা থেকে ৩ কেজি ওজনের ইলিশ ধরা পড়ল মৎস্যজীবীর জালে। জানা গিয়েছে, বুধবার দুপুরে উলুবেড়িয়ার বাসিন্দা মৎস্যজীবী জগন্নাথ বাগ উলুবেড়িয়া হীরাগঞ্জের কাছে হুগলি নদীতে মাছ ধরার জন্য জাল ফেলেছিল। আর তাতেই অন্যান্য মাছের সঙ্গে বিশাল সাইজের ইলিশ ধরা পড়ে। এদিকে দীর্ঘদিন পর উলুবেড়িয়া গঙ্গা থেকে এইরকম বড় সাইজের ইলিশ পাওয়ায় খুশী মৎস্যজীবী জগন্নাথ বাগ।
Hilsa Fish : কক্সবাজারে ১৫ দিনে ধরা পড়েছে ৫ হাজার মেট্রিক টন ইলিশ, দাম কত?

অন্যদিকে, মৎস্যজীবীর জালে বিশাল আকারের ইলিশ পাওয়ার খবর চারিদিকে ছড়িয়ে পড়তে দলে দলে মানুষ ভিড় জমাতে থাকে নদীর পাড়ে। পরে প্রেমনাথ বাগ নামে এক ব্যক্তি ৩ হাজার কেজি দরে ইলিশ মাছটিকে কিনে নেয়।মৎস্যজীবী জগন্নাথ বাগ জানান, ‘এমনিতে জালে ইলিশ পড়লেও এই ওজনের ইলিশ দীর্ঘদিন পর জালে পড়ল।’ জানা গিয়েছে এই ইলিশটি যথেষ্ট তৈলাক্ত ও তাজা। ফলে তার স্বাদও হবে ভরপুর।
Hilsa Fish: জালে ধরা পড়েছে রেকর্ড সংখ্যক ইলিশ, দুর্গাপুজো পর্যন্ত সস্তা থাকবে মাছ!

কোভিড পূর্ব আমলে বছর চারেক আগে উলুবেড়িয়ার গঙ্গায় বিরল ৩ কেজির ইলিশ ধরা পড়েছিল। সেবার মৎস্যজীবী এমন মাছ ছাড়তেই চাননি। উলুবেড়িয়ার ১১ ফটক বাজারে রীতিমতো নিলাম হয় সেই মাছের। ১৪ হাজার টাকা পর্যন্ত দাম চড়লেও শেষ পর্যন্ত ১২ হাজার টাকায় সেই তিন কিলোর সুস্বাদু ইলিশটি কেনেন এক ক্রেতা।
Purba Medinipur : ছাত্র-ছাত্রীদের মাছ চাষের প্রশিক্ষণ, দিশা দেখাচ্ছে পূর্ব মেদিনীপুরের স্কুল

এপার বাংলার ইলিশে স্বাদ বেশি না ওপার বাংলার এ তর্কের কচকচি চলেই চলেছে। তবে বিশেষজ্ঞরা বলেন, দুই বাংলার ইলিশে পার্থক্য তেলের। গঙ্গার ইলিশের থেকে পদ্মার ইলিশে তেল বেশি। তবে গঙ্গার ইলিশের চাহিদা মূলত তাঁর গন্ধের উপর। এক কেজির বেশি ওজনের মাছের স্বাদ সেরা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *