Rakhi 2023: এবছর রাখি স্পেশাল ‘ভাজা রসগোল্লা’, এই মিষ্টি চাখতে লম্বা লাইন অশোকনগরের দোকানে – new craze for sweet name bhaja rosogolla at the occasion of rakhi


West Bengal Trending News: রসগোল্লা মাত্রেই সিংহভাগ বাঙালির প্রিয়। যদি হয় ভাজা মিষ্টি তাহলে তো কথাই নেই। বাঙালির প্রিয় রসগোল্লার দেখা মিলল নয়া রূপে। প্লেট থেকে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে শুরু হয়েছে নয়া উন্মাদনা। সেটি হল ভাজা রসগোল্লা। এবার রাখির স্পেশাল মেনুতে স্থান করে নিয়েছে এই মিষ্টি। বিশেষ পদ্ধতিতে তৈরি এই মিষ্টি সুগারের রোগীরাও খেতে পারবেন। অনেকেই আছেন শরীর স্বাস্থ্য সচেতনতার জেরে বর্জন করেছেন মিষ্টি খাওয়া। তাদের কথা ভেবেই এবার উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরের এক জনপ্রিয় মিষ্টি বিপণি তৈরি করেছেন অভিনব এই ভাজা রসগোল্লা।
Mamata Banerjee News: ‘…না, আমি বাবা-মায়ের নামে কখনও কিছু করিনি’, মিষ্টি হাবের নামকরণ করে কেন এ কথা বললেন মমতা?

ভাজা রসগোল্লা ও লেডিকেনির কী পার্থক্য?

দেখতে লেডিকিনি ভেবে ভুল করলেও, লেডি কিনির সঙ্গে বিস্তর ফারাক রয়েছে এই মিষ্টির। লেডিকিনি সাধারণত ছানার সঙ্গে ক্ষীর মিশিয়ে তা ভেজে প্রস্তুত করা হয়, তারপর করা পাকের রসে চুবিয়ে প্রস্তুত হয়। মিষ্টির পরিমাণও বেশি থাকে এই লেডিকিনতে। তবে ভাজা রসগোল্লা কিন্তু একেবারে খেতে রসগোল্লার মতোই। বাইরের দিকে লালচে রং থাকলেও ভেতরে অংশ সাদা রসগোল্লার মতই নরম তুলতুলে। মুখে দিলেই গলে যাবে। ফলে খেতে পারবে আট থেকে আশি সকল বয়সের মানুষই। আর তাই রাখির স্পেশাল মেনুতে এবার জায়গা করে নিচ্ছে এই ভাজা রসগোল্লা।

কীভাবে তৈরি হয় এই মিষ্টি?

মেশিনের সাহায্যে তৈরি রসগোল্লার ডেলাকে বিশেষ পদ্ধতিতে কারিগররা ভেজে নিয়ে, রসে চুবিয়ে দিচ্ছেন। তারপরেই ভোজন রসিকদের পাতে যেতে প্রস্তুত মাত্র ৫ টাকা দামের এই ভাজা রসগোল্লা।
Rakhi Muhurat 2023: অভিনব কারুকাজের ‘অরগ্যানিক রাখি’, নাম মাত্র দামে মিলছে কচুরিপানা দিয়ে তৈরি এই সৃষ্টি

ইতিমধ্যেই বহু অর্ডার মিলছে এই কম মিষ্টির রসগোল্লার। স্বাস্থ্য সচেতন মহিলারাও এখন ঝুকেছেন এই ভাজা রসগোল্লার দিকে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মিষ্টি হাব তৈরীর বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে এবার ভাজা রসগোল্লা ভোজন রসিকদের মনে কতটা জায়গা করে নিতে পারে এখন সেটাই দেখার। তবে না খেলে বুঝতে পারবেন না এই ভাজা রসগোল্লার কামাল। আর এই বিশেষ মিষ্টি খেতে গেলে আপনাকে আসতেই হবে অশোকনগরে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *