পর্যটক টানতে শ্যামপুর থেকে গাদিয়ারা রাস্তা সম্প্রসারণের কাজ শুরু, বৃক্ষচ্ছেদনের বিরোধিতা পরিবেশপ্রেমীদের


Howrah to Gadiara যাত্রা এখন আরও সহজ হবে বলে আশা। হাওড়া জেলার Gadiara Toursit Spot-এ যাওয়ার জন্য শ্যামপুর থেকে গাদিয়াড়া পর্যন্ত রাস্তা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে প্রশাসন। যদিও রাস্তা সম্প্রসারন করার লক্ষ্যে এই রাস্তার দুইপাশে থাকা একাধিক গাছ কাটার পরিকল্পনা করেছে প্রশাসন। আর এই গাছ কাটার বিরুদ্ধে সরব হয়েছে শ্যামপুরের একাধিক পরিবেশপ্রেমী সংগঠন থেকে সাধারন মানুষ।

Ferry Service In West Bengal : সোমবার থেকে হঠাৎই ফেরি পরিষেবার ভাড়া বৃদ্ধির নোটিশ, প্রতিবাদে সরব যাত্রীরা
গাছ কাটা আটকাতে বুধবার বিকেলে গাদিয়াড়া থেকে শ্যামপুর পর্যন্ত সাইকেল র‍্যালি এবং পথ নাটিকার মাধ্যমে মানুষকে সচেতন করল পরিবেশকর্মীরা। পাশাপাশি গাছ কাটা আটকাতে গণস্বাক্ষর অভিযান সংগ্রহে নেমেছে তারা।

কী বলছে পরিবেশ প্রেমীরা?

পরিবেশপ্রেমীদের বক্তব্য, শ্যামপুর থেকে গাদিয়াড়া পর্যন্ত ৯ কিলোমিটার দীর্ঘ রাস্তাটি বর্তমানে অনেকটাই চওড়া। যদিও প্রশাসনের পক্ষ থেকে এই রাস্তাটি দুইদিকে আরোও ৩ ফুট করে সম্প্রসারন করার সিদ্ধান্ত নিয়েছে। পরিবেশকর্মীরদের আশঙ্কা এইভাবে রাস্তা সম্প্রসারন করার ফলে রাস্তার দুইদিকে থাকা বিভিন্ন প্রজাতির প্রায় ৩৬৪টি গাছ কাটা পড়বে।

West Bengal Tourism : শীতে পর্যটক টানতে গাদিয়াড়াকে ঢেলে সাজানোর উদ্যোগ, একাধিক পরিকল্পনা প্রশাসনের
কী প্রভাব পড়বে?

তাঁদের দাবি, ইতিমধ্যে যে গাছগুলি কাটা হবে সেইসব গাছ চিহ্নিত করার কাজ শেষ হয়েছে। তাদের অভিযোগ একসঙ্গে এতগুলো গাছ কাটলে পরিবেশে বিরূপ প্রভাব পড়বে। পরিবেশকর্মীরদের বক্তব্য পরিবেশের স্বার্থে আমরা দুইদিকে ২ ফুট করে সম্প্রসারণের কথা বলেছি। আর যদি সেটা হয় তাহলে অনেক গাছকে বাঁচানো সম্ভব হবে‌ বলে জানান তিনি।

Ferry Services: প্রাকৃতিক দুর্যোগের জের! গাদিয়াড়া-গেঁওখালি এবং গাদিয়াড়া-নূরপুর লঞ্চ পরিষেবা বন্ধ
স্থানীয় বিধায়ক কী বলছেন?

অন্যদিকে, শ্যামপুরের বিধায়ক কালীপদ মণ্ডল, জানান আমাদের যে কোনও একটা সিদ্ধান্ত নিতে হবে। পরিবেশকর্মীদের মতামতকে প্রাধান্য দিয়ে গাছকে বাঁচাতে হবে নতুবা রাস্তা সম্প্রসারণ করতে দিতে হবে। কারণ এর কোনও বিকল্প নেই। বিধায়ক বলেন, ‘বর্তমানে এই রাস্তা দিয়ে বাস অটো ট্রেকার সহ ভারী যানবাহন চলাচল করায় গাদিয়াড়া পর্যটন কেন্দ্রের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। স্বাভাবিকভাবে রাস্তা সম্প্রসারনের প্রয়োজন।’ আর সেই কারণে গাছ কাটতে হবে। কিন্তু এটাও বাস্তব গাছ যেভাবে কাটা হবে সেইরকম প্রতিটি পঞ্চায়েতকে ও বিকল্প বনসৃজনের উপর জোর দিতে হবে।

Gadiara News: গাদিয়াড়াকে ঢেলে সাজাতে বিশেষ উদ্যোগ পর্যটন দফতরের

Gadiara দিনে দিনে পর্যটকদের কাছে অনেকটাই জনপ্রিয় হয়ে উঠেছে। হাওড়ার এই পর্যটন কেন্দ্রে বছরের প্রায় প্রতিটা সিজনেই পর্যটকদের ভিড় জমতে থাকে। ভাগীরথী গঙ্গা, রূপনারায়ণ এবং দামোদর নদী এই তিন নদীর সঙ্গমস্থলে গড়ে উঠেছে এই অপরূপ প্রাকৃতিক শোভার ভ্রমণ স্থান। দু থেকে তিনদিনের জন্য এই পর্যটন স্থানে বহু জেলা থেকে পর্যটকরা ভিড় করেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *