তবে অনেক সময় অবশ্য মসৃণ যাতায়াতের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয় যানবাহনগুলি। কারণ শহর কলকাতাকে অনেকে বলেন ‘মিছিল নগরী’। অর্থাৎ সারা বছরই বিভিন্ন ইস্যুতে সভা-সমিতি-সমাবেশ লেগেই রয়েছে কলকাতার রাস্তায়। ফলত খুব স্বাভাবিকভাবেই তৈরি হয় যানজট। গন্তব্যে পৌঁছতে দেরি হয় সাধারণ মানুষের। সেই কারণে বাড়ি থেকে বেরোনর আগে বা পরে অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন ট্রাফিক আপডেট, অর্থাৎ শহর কলকাতার রাস্তাঘাটের হালহকিকত। কোথায় মিছিল, কোথায় জমায়েত, বা কোন রাস্তায় রয়েছে যানজটের আশঙ্কা, জেনে নেওয়া প্রয়োজন সবটাই।
আজ কেমন শহরের রাস্তাঘাট
সেক্ষেত্রে আজ বৃহস্পতিবার শহর কলকাতার রাস্তাঘাটের চিত্রটা কেমন থাকবে জানিয়ে দিচ্ছে লালবাজার ট্রাফিক কন্ট্রোল। আজ শহরের যান চলাচল এখনও পর্যন্ত স্বভাবিকই আছে। তবে এদিনও শহরে রয়েছে মিছিল ও জমায়েত। লালবাজার ট্রাফিক কন্ট্রোল জানাচ্ছে, আজ দুপুর দেড়টা নাগাদ কলকাতার একাধিক জায়গা থেকে মিছিল রয়েছে। তারমধ্যে অন্যতম শিয়ালদা স্টেশন এলাকা। এছাড়া রয়েছে একটি জমায়েতও। যদিও সবক্ষেত্রেই যান চলাচল স্বাভাবিক ও মসৃণ রাখতে বদ্ধ পরিকর কলকাতা ট্রাফিক পুলিশ। মিছিল বা জমায়েতের কারণে কোনওভাবেই যাতে যান চলাচলে প্রভাব না পড়ে, তার জন্য নেওয়া হচ্ছে উপযুক্ত ব্যবস্থা।
এক্ষেত্রে একটা বিষয় অবশ্যই উল্লেখ্য, মানুষকে ট্রাফিক আইন মেনে চলার জন্য সবসময়ই পরামর্শ দেওয়া হয় কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। বিশেষত গতি নিয়ন্ত্রণ এবং বাইক এবং স্কুটার চালকদের ক্ষেত্রে হেলমেট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। যদিও তারপরেও অনেক সময় দুর্ঘটনার সম্মুখীন হতে হয় মানুষকে। অন্যদিকে বর্তমানে মেট্রোর কাজের জন্য মাঝে মধ্যেই কলকাতার বিভিন্ন রাস্তায় করতে হচ্ছে ট্রাফিক ডাইভারশান। যদিও সেই সমস্ত ক্ষেত্রেও যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যান কলকাতা ট্রাফিক পুলিশের কর্মীরা। এককথায় বলতে গেলে শহর কলকাতার যান চলাচল স্বাভাবিক রাখার পাশাপাশি রাস্তাঘাটে মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতেও সর্বদা তৎপর থাকে ট্রাফিক বিভাগ।