অপরাধ দমনে হাওড়া পুলিশের ভূমিকা ?
কমিশনার জানান, সম্প্রতি দক্ষিণ হাওড়া এলাকার মধ্যে সংঘটিত অপরাধমূলক কাজের বিরুদ্ধে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। ডোমজুড়ের যে হত্যাকাণ্ড হয় তার তদন্ত দ্রুততার সঙ্গে সম্পন্ন করা ও অপরাধে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়াও আরও কয়েকটি অস্ত্র উদ্ধারের কাজও পুলিশ আধিকারিকরা যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন।
হাওড়া অপরাধমূলক কাজ দমন
হাওড়া পুলিশের তরফে অপরাধ মূলক কাজ দমনে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান কমিশনার। পুলিশের টিম সর্বক্ষণ সমস্ত বেআইনি কার্যকলাপের নজর রাখছে। তিনি জানান, কোথাও অবৈধ অস্ত্রের চোরাচালান বাড়লেও সেখানে পুলিশের তৎপরতা ও নিজস্ব নেটওর্য়াক ঠিক থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুবিধা হয়, এতে অপরাধের সংখ্যা কমে যায়।
হাওড়ায় তেজস্বিনী কর্মসূচি
শুক্রবার হাওড়া পুলিশ কমিশনারেটের অধীনে ‘তেজস্বিনী’ কর্মসূচিতে এসে এভাবেই পুলিশের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠি। এদিন পুলিশ দিবসের অনুষ্ঠানে ‘তেজস্বিনী’ অনুষ্ঠান প্রসঙ্গে তিনি জানান, বাচ্চাদের মধ্যে এই প্রশিক্ষণকে কেন্দ্র করে যথেষ্ট উৎসাহ রয়েছে। দশদিনের প্রশিক্ষণে বড় পরিবর্তন না হলেও বাচ্চাদের মানসিক দৃঢ়তা ও শারীরিক সক্ষমতা বাড়লে আমরা ফের তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারবেন।
হাওড়ায় গত কয়েক মাসে অশান্তির ঘটনা
হাওড়া জেলার একাধিক অশান্তির ঘটনা লক্ষ্য করা যায় শেষ কয়েক মাসে। এছাড়া শিবপুর এলাকায় ধর্মীয় অসন্তোষ ও গোলমালের খবর উঠে আসে একাধিকবার। রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে অনেক জায়গায় উত্তেজনা ছড়ায়। মাঝে পুলিশকে ১৪৪ ধারা জারি করতে হয় পুলিশকে। কিছুদিন আগেই হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রে এক ব্যবসায়ীকে হুমকি দেওয়ার ঘটনা ঘটে। জানুয়ারি মাসে নাজিরগঞ্জের লিচুবাগানে এক তৃণমূল নেতার বাড়ির কাছে গুলি চালনার ঘটনা ঘটে। পঞ্চায়েত নির্বাচনেও একাধিক জায়গায় অশান্তির ঘটনা ঘটে।
এছাড়াও হাওড়ায় একাধিক এলাকায় বেআইনি অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটে এলাকায়। কিছুদিন আগেই এক ব্যবসায়ীকে বন্দুকের বাঁট দিয়ে মেরে তার কাছ থেকে ১১ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠে। ঘটনার তদন্তে নামতেই আগ্নেয়াস্ত্র বেচাকেনার হদিশ পায় হাওড়া সিটি পুলিশ। উদ্ধার করা হয় প্রচুর অস্ত্র।
