Sreeleathers Medinipur : শ্রীলেদার্সের নয়া শোরুমে থিকথিকে ভিড়, পদপিষ্ট হওয়ার আশঙ্কা! সকাল থেকেই লম্বা লাইন – sreeleathers medinipur new showroom huge crowd gathered in front of showroom


পুজোর বাকি আর ৪৮ দিন। দেবী দুর্গার মর্ত্যে আগমনের অপেক্ষা দিন গুনছে আপামোর বাঙালি জাতি। শহর থেকে জেলায়, দুর্গাপুজোর মণ্ডপে মণ্ডপে এখন তুমুল ব্যস্ততা। জোরকদমে চলছে প্যান্ডেল তৈরির কাজ। কুমোরটুলি, পটুয়াপাড়ার মতো বিভিন্ন বিখ্যাত প্রতিমা তৈরির এলাকাতেও নাওয়া-খাওয়া ভুলতে বসেছেন মৃৎশিল্পীরা।

বাঙালির পুজো প্ল্যানিংও শুরু হয়ে গিয়েছে। শপিং মল থেকে শুরু করে দোকান, চলে এসেছে পুজোর কালেকশন। জামা-জুতোর দোকানে বাড়তে শুরু করেছে ভিড়। নতুন জুতো ছাড়া বাঙালির পুজো ঠিক জমে না। সেই কারণে প্রত্যেকবার ধর্মতলার শ্রীলেদার্সে (Sreeleathers) তিল ধারণের জায়গা থাকে না। দীর্ঘদিন ধরেই পুজোর শ্রীলেদার্সের জুতো বাঙালির ‘ফেভারিট’।

Durga Puja 2023 : ‘২০২৩ চোর…’, কলকাতা শহরে নয়া পোস্টার, তুঙ্গে চর্চা

জনপ্রিয়তা ও চাহিদার কথা মাথায় রেখেই পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে নতুন শোরুম খোলার সিদ্ধান্ত নেয় শ্রীলেদার্স। শুক্রবার মেদিনীপুরের রবীন্দ্র নগরে জুতোর শোরুম উদ্বোধন হয়। কিন্তু তারপরই ঘটে বিপত্তি। প্রচুর মানুষ এদিনে রবীন্দ্র নগরে জনপ্রিয় জুতো প্রস্তুতকারী সংস্থার শোরুমের সামনে হাজির হন। শোরুম উদ্বোধন হতে ভিতরে ঢোকার জন্য শুরু হয় ধাক্কাধাক্কি। সময়ের সঙ্গে বাড়তে থাকে ভিড়ও।

রবীন্দ্র নগরে শ্রীলেদার্সের নয়া শোরুমে ঢোকার জন্য এক সময় ভিড় এতটাই বেড়ে যায়, যে পদপিষ্ট হয়ে বড়সড় দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হয়। বাধ্য হয়ে নয়া উদ্বোধিত শোরুম বন্ধ করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। শোরুমের শাটার নামিয়ে জানিয়ে দেওয়া হয়। সেখানে উপস্থিত ক্রেতাদের জানিয়ে দেওয়া হয় আর কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না।

Senco Gold: পুজোর মুখে সংস্থার দুই শোরুমে ডাকাতি, অবশেষে মুখ খুললেন সেনকোর কর্তা
শনিবার সকালে নয়া শ্রীলেদার্সের শোরুম খোলার আগে বাইরে চোখে পড়ল লাইন। দীর্ঘ লাইন দেখে প্রথম দফায় অনেক গাড়িচালক ও পথচলতি সাধারণ মানুষ হকচিয়ে যান। পরে খোঁজ নিতে জানা যায়, জুতোর দোকানে ঢোকার জন্য সকাল থেকেই দীর্ঘলাইনে দাঁড়িয়েছেন মেদিনীপুরবাসী। সোশ্যাল মিডিয়ায় লাইনের একাধিক ভিডিয়ো ভাইরালও হয়েছে। কোনও কোনও নেটিজেন নেহাতই মস্করার ছলে লিখেছেন, ‘মেদিনীপুর শ্রীলেদার্সে ঢোকার লাইন আধার কার্ড বা দুয়ারে সরকারের লাইনকেও হার মানাবে।’

Durga Puja 2023 Australia Tour : অস্ট্রেলিয়ার ‘জমাটি’ পুজো উপহার বাংলাকে! মুখে হাসি বাঙালি পর্যটকদের
লাইন দেখে প্রথম হকচকিয়ে গিয়েছিলেন টোটোচালক প্রণব রায়। তিনি বলেন, ‘প্রথমে তো বুঝতে পারিনি এই লাইন কিসের। পরে জানলাম শ্রীলেদার্সের শোরুমে ঢোকার লাইন। শ্রীলেদার্সের জুতো ভালো হয় বলে শুনেছি। এখানে যখন শোরুম খুলেছেই, ভিড় কমলে আমিও একটা কিনে দেখব কেমন হয়।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *