Dhupguri By Election Result : মহকুমা ঘোষণাই মাস্টারস্ট্রোক? অভিষেকের কৌশলেই মাত BJP – dhupguri by-election result 2023 reason why tmc won explained


অভিষেক ‘বচন’ই কি খেলা ঘোরাল ধূপগুড়ির ফলে? ‘মহকুমা’ করার টোপই বল জড়াল বিজেপির জালে? সেনা কর্মীর স্ত্রীকে ময়দানে নামানোর পরেও কিস্তিমাত দিলেন ‘সেনাপতি’ অভিষেক! উপ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের চার হাজারেরও বেশি ভোটে জেতার পর সেই গুঞ্জন এলাকাবাসীর মধ্যে।

Dhupguri By Election Result 2023 : লোকসভার মুখে ইন্ডিয়ার পালে হাওয়া? বিজেপির থেকে ধূপগুড়ি ছিনিয়ে নিল তৃণমূল
ধূপগুড়ি মহকুমা করার ডাক

কেন ধূপগুড়িতে মহকুমা ঘোষণা ফ্যাক্টর হয়ে দাঁড়াল নির্বাচনে? ইতিহাস বলছে, ২০১২ সালে তৎকালীন ধূপগুড়ির বিধায়ক মমতা রায় প্রথম বিধানসভায় মহকুমা তৈরির বিষয়টি নিয়ে প্রস্তাব পেশ করেছিলেন। কিন্তু, ১১ বছর হয়ে গেলেও সেই আশা এখনও মেটেনি জলপাইগুড়ি জেলার অন্যতম বড় ব্লকের বাসিন্দাদের। তখন থেকেই ওই এলাকার বাসিন্দাদের ‘মহকুমা বানাও’ আন্দোলন শুরু।

Dhupguri By Election 2023 : দলবদল ভোটের মুখেই, তরজার কেন্দ্রে ধূপগুড়ি
কেন মহকুমা প্রয়োজন?

চামূর্চি ভুটান সীমান্তের একাধারে এই ধূপগুড়ি এলাকা। এই এলাকা থেকে জলপাইগুড়ি শহরের দূরত্ব প্রায় ৯০ কিমি। জনসাধারণের সরকারি পরিষেবা সংক্রান্ত কোনও কাজের জন্য এসডিও অফিসে যাওয়ার প্রয়োজন হলে প্রায় ৯০ কিমি পাড়ি দিয়ে যাত্রা করতে হয়। এলাকাবাসীর কথায়, সরকার ‘দুয়ারে’ এলেও মহকুমা অফিস তো সেই তেপান্তরে। ফলত, ধূপগুড়ি এলাকাকে মহকুমা করার প্রয়োজনীয়তা মেনে নিয়েছেন স্থানীয় তৃণমূল কর্মীরাও।

Abhishek Banerjee News : ‘৩১ ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে…’, ধূপগুড়ি জিততে ‘মহকুমা’ প্রতিশ্রুতি অভিষেকের
মানুষের পালস বুঝেছিলেন অভিষেক?

স্থানীয় একটি বাজার এবং হাসপাতাল নির্মাণের ব্যাপারে ভোট প্রতিশ্রুতি দেওয়ার পরেও মানুষের উদ্দেশে ‘আপনারা কী চান?’ প্রশ্ন তুলে ধরেন অভিষেক। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে ‘দাতা হরিশচন্দ্র’ ভেবে প্রচার সভায় উপস্থিত মানুষও সেই মহকুমা গঠনের আবদারই করে বসেন তাঁর সামনে। মানুষের পালস বুঝে নেন অভিষেকও। ক্রিসমাসের উপহারের ঘোষণা এখনই করে আসেন তিনি। জানিয়ে দেন, ডিসেম্বরের মধ্যেই ধূপগুড়ি মহকুমা হচ্ছে। অভিষেক চালিয়ে খেলতেই গত লোকসভা এবং বিধানসভা আসনে এগিয়ে থেকেও উপনির্বাচনে মাঠের বাইরে গিয়ে পড়ল BJP।

জেতার পর অভিষেক কী বললেন?

জেতার পরেই এদিন অভিষেক টুইটে লেখেন, ঘৃণা এবং ধর্মান্ধতার রাজনীতি হারিয়ে উন্নয়নের রাজনীতিকে গ্রহণ করার জন্য ধূপগুড়ির সকল মানুষকে ধন্যবাদ। জনগণের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য তৃণমূল কর্মীদের পরিশ্রমকে কুর্নিশ জানান তিনি। তিনি বলেন, ‘আমরা ধূপগুড়ির উন্নয়ন নিশ্চিত করার চেষ্টায় কোনও ত্রুটি রাখব না।’

Abhishek Banerjee : ‘মারবি যত, বাড়ব তত, ফুটবে তত ফুল’

তৃণমূল কী বলছে?

জেতার পর প্রতিক্রিয়ায় তৃণমূল নেত্রী ও সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ওখানে লোকসভায় লিড ছিল বিজেপির। বিজেপির ওটা শক্ত ঘাঁটি। বিজেপির নেতা মন্ত্রীরা ওখানে গিয়ে পড়েছিলেন আসনটি জেতার জন্য। একটা হোটেল খালি ছিল না। তারপরেও আমরা জিতেছি। উত্তরবঙ্গের দায়িত্বে থাকা মন্ত্রী গৌতম দেব প্রতিক্রিয়ায় জানান, আগে বিজেপি জিতলেও এবারে আমরা জিতব সম্পূর্ণ আশাবাদী ছিলাম।

বিজেপির প্রতিক্রিয়া কী?

বিজেপি প্রার্থী তাপসী রায় নিজেও স্বীকার করে নিয়েছেন, এবারের ভোট মহকুমা ঘোষণা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াল। যদিও, মানুষের রায় মেনে নেওয়া প্রয়োজন বলেও তিনি জানান। তাঁর কথায়, জনগণ যেটা ভালো বুঝেছেন সেটাই করেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *