Bus Service In West Bengal : আড়াইশোর বেশি বাস নামাচ্ছে পরিবহণ দফতর, মেকওভার পুরনোগুলিরও – west bengal transport department will launch more than 250 bus on road


শহর কলকাত-সহ গোটা রাজ্যের পরিবহণে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম বাস। প্রতিদিনই বহু মানুষ বাসে যাতায়াত করেন। সেই দিক থেকে থেকে দেখতে গেলে গণপরিবহণের অন্যতম স্তম্ভ বাস পরিষেবা। তবে অনেক সময় বাসের অপ্রতুলতার অভিযোগ যেমন ওঠে, তেমনই বাসের স্বাস্থ্য নিয়েও অভিযোগ তোলেন যাত্রীরা। কখনও বাসের সিট হয়ত আরামদায়ক থাকে না, কখনও হয়তো বা ছেঁড়া সিটে বসেই যাত্রা করতে হয় যাত্রীদের। আবার কোনও বাসের জানলার কাঁচ হয়ত ভাঙা থাকে, কিংবা কোনও বাসের জানলা খোলার ক্ষেত্রে হয়ত সমস্যা রয়েছে। এবার এই সমস্ত বাসের স্বাস্থ্য উন্নয়নেই জোর দিল পরিবহণ দফতর। একইসঙ্গে কেনা হচ্ছে নয়া বাসও।

পরিবহণমন্ত্রী যা বললেন…
এই বিষয়ে রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, আড়াইশো-পৌনে তিনশো বাস কেনা হচ্ছে। আর যে সমস্ত বাসের সিটে সমস্যা রয়েছে, বা রঙ চটে গিয়েছে সেগুলিকে মেরামত করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমরা আড়াইশো-পৌনে তিনশোর মতো নতুন বাস কেনার অর্ডার দিয়েছি। তার মধ্যে কিছু সিএনজি আছে, কিছু ইলেকট্রিক আছে, কিছু জিডেলও আছে। আবার ই ভেহিক্যাল, ১১৮০-টা বাসের জন্য একটি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলাম ১ বছর আগে। কিন্তু সেটা দিল্লিতে একটা মামলা হয়েছে বলে সমস্যা হয়ে গেল। না হলে ওটা ২ বছের মধ্যে ১০০০-১১০০ বাস দিয়ে দিত।’ পরিবহণণন্ত্রী আরও বলেন, ‘যত বাস আছে সেগুলিকে সারিয়ে, নতুন করে রঙ করে, সিট বদলানোর ওয়ার্ক অর্ডার দিয়ে দিয়েছি। যাতে সরকারি বাসগুলি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে।’

WBSTC Bus: লোকসানে চলা বাস রুটগুলি নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের, মিটতে পারে বহুদিনের সমস্যা
অন্যদিকে, আগামীদিনে অনলাইনে বাসের ভাড়া মেটানোর সুবিধা চালু করারও ইঙ্গিত দেন পরিবহণমন্ত্রী। তিনি জানান, কিছু জায়গায় অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা আছে। বিশেষত দূরপাল্লার বাসে অনলাইন সিস্টেম আছে। আর এবার নিত্যযাত্রায় কন্ডাক্টরদের ক্ষেত্রেও এই ব্যবস্থা রাখার ভাবনাচিন্তা তাঁদের আছে বলে জানান মন্ত্রী। এক্ষেত্রে নতুন বাসগুলি রাস্তায় নেমে গেলেই এই ব্যবস্থা চালু করা হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

Howrah Bus Stand : সি ১১-ডি ১৭-কে ৬-কে ৭-সহ হাওড়ার একাধিক বাস রুট বন্ধ! বাড়ছে ভোগান্তি, খসছে বাড়তি টাকা
এদিকে নিত্যদিনের যাত্রায় বাস ভাড়া কিউ আর কোডের মাধ্যমে মেটানোর বিষয়ে কিছুদিন আগে জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সরকার যদি কোনও বিষয় ঘোষণা করে, তাহলে তা চালিয়ে নিয়েও যেতে হবে। কিন্তু যদি চালক-কন্ডাক্টররা এটাকে ব্যবহার করতে না চান, বা ইউনিয়ন যদি এটাকে গ্রহন না করে, তখন কে দায় নেবে? আমরা চাই পরিবহণ ব্যবস্থা আপডেট হোক।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *