Jungle Mahal : জঙ্গলমহলের ছেলেমেয়েদের জন্য ‘মিশন কামিয়াব’! চাকরি এবার হাতের মুঠোয় – special training for junglemahal young generation for getting job in bsf crpf cisf force


জঙ্গলমহলের যুবক-যুবতীদের স্বপ্ন পূরণ করল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF)। সিআরপিএফ-এর উদ্যোগে জঙ্গলমহলের যুবক যুবতীদের কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ এবং বিভিন্ন সরকারি চাকরির জন্য ‘মিশন কামিয়াব’ নামের বিশেষ কোচিং ক্লাস ও প্রশিক্ষণ শিবির গড়ে তোলা হয়েছে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্তে। এই শিবিরগুলিতে প্রশিক্ষণ নিয়ে জঙ্গলমহলের ৩৫ জন যুবক-যুবতী কেন্দ্রীয় বাহিনীর সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, অসম রাইফেলস-সহ বিভিন্ন ফোর্সে চাকরি পেয়েছেন।

মঙ্গলবার ঝাড়গ্রাম রাজ কলেজে এক অনুষ্ঠানের মাধ্যমে সেই সফল চাকরি প্রাপকদের সংবর্ধনা জানায় সিআরপিএফ ১৮৪ ব্যাটালিয়ান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর জোনের সিআরপিএফ-এর ডিআইজি ডি এস গ্রেয়াল, ১৮৪ নম্বর সিআরপিএফ ব্যাটালিয়নের সিও বি আর মিনা, ঝাড়গ্রাম রাজ কলেজের প্রিন্সিপাল দেবনারায়ণ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন সিআরপিএফ-এর অন্যান্য আধিকারিকরা। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বাহিনীতে সদ্য চাকরি পাওয়া যুবক-যুবতীদের সংবর্ধনা জানানোর পাশাপাশি কলেজ চত্বরে বৃক্ষরোপণও করা হয় সিআরপিএফের পক্ষ থেকে।

TCS Job : উৎকর্ষ বাংলা প্রকল্পে চাকরির সুযোগ TCS-এ, বর্ধমানের এই ব্লকই দিশা দেখাল
রয়েছে অনেক কর্মসূচি
এই প্রসঙ্গে ডি এস গ্রেয়াল বলেন, ‘এখানে বিভিন্ন ধরনের কর্মসূচি চলছে, যেমন মিশন কন্যাদান, মিশন কিষাণ স্বভিমান, মিশন জনজীবন, মিশন কামিয়াব। ২০২২ সালে আমাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে ২৫ জন চাকরি পেয়েছিলেন। ২০২৩ সালে ৩৪ জন চাকরি পেয়েছেন। কেউ বিএসএফ, কেউ সিআরপিএফ, কেউ অসা রাইফেলসে চাকরি পেয়েছে। কী ভাবে তাঁরা এগোতে পারেন, সেই বিষয়ে আমাদের ১৮৪ নম্বর সিআরপিএফ ব্যাটালিয়ান তাঁদেরকে প্রশিক্ষণ দিয়েছে। ভবিষ্যতে আমরা আরও এই ধরণের কাজ করতে চলেছি। মূলত এই এলাকার মানুষের উন্নয়নের কথা মাথায় রেখেই আমাদের এই ধরণের প্রশিক্ষণ শিবির তৈরি করা হয়েছে।’

Swanirvar Gosthi : স্বনির্ভর গোষ্ঠীর বকেয়া পেতে ‘কাটমানি’ চাওয়ার অভিযোগ! মালদায় অভিযুক্ত জয়েন্ট BDO, তদন্তের নির্দেশ জেলাশাসকের
অন্যদিকে সিআইএসএফ-এ চাকরি পাওয়া সৌরভ মণ্ডল, বিএসএফ-এ চাকরি পাওয়া বিদ্যুৎ মান্ডিরা বলেন, ‘১৮৪ সিআরপিএফ-এর কাছ থেকে আমরা প্রশিক্ষণ নিয়ে নিজেদের ভবিষ্যৎ তৈরি করলাম। তাদের জন্যই আমাদের এত বড় পাওনা। তাদেরকে আমরা বিশেষ ধন্যবাদ জানাই। আগামীদিনে এই ধরণের শিবিরে প্রশিক্ষণ নিয়ে আরও অনেকেই নিজেদের ভবিষ্যৎ গড়বে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *