Kaushiki Amavasya 2023 : তারাপীঠে বজ্র আঁটুনি পুলিশের! কৌশিকী অমাবস্যার আগে একাধিক নিয়মে বড় বদল প্রশাসনের – tarapith temple kaushiki amavasya birbhum administration deployed many police and civic volunteer


প্রতীক্ষার আর মাত্র একদিন, বৃহস্পতিবার কৌশিকী অমাবস্যা। প্রত্যেক বছর অসংখ্য মানুষ এই বিশেষ দিনে তারাপীঠে মা তারার মন্দিরে ভিড় জমান। নিজের মনোস্কামনা পূরণের জন্য তারা মায়ের কাছে প্রার্থনা করেন। এবারও কৌশিকী অমাবস্যার দিন তারাপীঠে প্রচুর ভক্ত সমাগম হবে বলে মনে করা হচ্ছে। এই বিশেষ দিনে প্রচুর ভক্ত সমাগামের কথায় মাথা রেখে প্রস্তুতি সাড়া তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ ও প্রশাসনের। বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণার কথা আগেই জানা গিয়েছিল। পুণ্যার্থীদের নিরাপত্তায় কোনও খামতি রাখতে চাইছে না প্রশাসন।

স্থানীয় প্রশাসন ও বীরভূম জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, কৌশিকী অমাবস্যার কথা মাথায় রেখে ১০০০ পুলিশকর্মী, ১৭০০ জন সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হয়েছে। এছাড়াও ভিড়ের উপর নজরদারি চালানোর জন্য বেশি কিছু ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে। উঁচু নির্মাণগুলির ছাদ থেকেও চলবে পুলিশি নজরদারি। ড্রোন দিয়েও নজরদারি চালানো হবে বলে জানা গিয়েছে। কৌশিকী অমাবস্যার কথা মাথায় রেখে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে তারাপীঠ সংলগ্ন সব এলাকা।

Tarapith Mandir News : মা তারা দর্শনে কমবে ঝক্কি! কৌশিকী অমাবস্যার আগেই হোটেল নিয়ে বড় সিদ্ধান্ত তারপীঠে
সকাল থেকেই তারাপীঠের বাজার পরিদর্শন করছেন দমকল বিভাগের কর্মী, তারাপীঠ থানার পুলিশ ও মন্দির কমিটির সদস্যরা। মূলত কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে মন্দির কমিটি ও জেলা প্রশাসন সূত্রে। পাশাপাশি তারাপীঠের দুই রাস্তার ধারে ফুটপাত দখল করে বসে থাকা দোকানদারদেরও রাস্তার উপর থেকে দোকান তুলে নিতে বলা হয়েছে। কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতিতে দমকলের গাড়ি যাতায়াতের জন্য রাস্তা ফাঁকা রাখতে বলা হয়েছে স্থানীয়দের।

Kaushiki Amavasya 2023 : কৌশিকী অমাবস্যায় রাশিয়া থেকে তারাপীঠে এলেন মা তারার ‘কন্যা’ বিদেশিনী
পুলিশি বন্দোবস্ত প্রসঙ্গে রামপুরহাটের SDPO ধীমান মিত্র বলেন, ‘বুধবার সকাল ছয়টা থেকে নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল।সকাল ছয়টা থেকে বন্ধ করা হবে সব রুটের বাস। সকাল আটটা থেকে বন্ধ করা হবে টুরিস্ট বাস। এছাড়াও চাকপাড়া ও আম্বা মোড়ের রাস্তা হয়ে কোন বাস তারাপীঠে প্রবেশ করতে পারবে না। মন্সুবা মোড় হয়ে আসতে হবে । এছাড়াও ছোট গাড়ির জন্য দুপুর দুটো পর্যন্ত খোলা রাখা হবে রাস্তা এবং সেই গাড়ি গুলির জন্য চিল্লার মাঠে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে । এরপরে আর ছোট গাড়ি আসতে পারবে না।’

ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা?

রামপুরহাট স্টেশন থেকে তারপীঠ মন্দিরে যাওয়ার জন্য অটো ও ট্রেকারের উপরই নির্ভর করেন অধিকাংশ ভক্তরা। সাধারণ মানুষের যাওয়া আসার জন্য অটো এবং ট্রেকার মন্সুবা মোড়ে থাকবে সেখান থেকে রুটের যে সমস্ত অটো ট্রেকার আছে সেগুলিতে করে তারা সোনার বাংলা মোড় পর্যন্ত আসতে পারবেন। এছাড়াও মন্দির থেকে ফেরার সময় সোনারবাংলা থেকে আটলা যাওয়ার রাস্তায় গিয়ে হনুমান মন্দিরের কাছে অটো এবং ট্রেকার গুলির স্ট্যান্ড করা হয়েছে। সেখান থেকে অটো বা ট্রেকার নিয়ে আটলা বা আম্বা হয়ে তারা রামপুরহাট স্টেশন পৌঁছে যেতে পারবেন।

Tarapith Mandir : তারাপীঠে দর্শনার্থীদের সুরক্ষায় বাড়তি নজর, অগ্নিনির্বাপক ব্যবস্থা নিয়ে বড় সিদ্ধান্ত
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভিড় নিয়ন্ত্রণের জন্য করা হয়েছে ড্রপ গেট। পর্যাপ্ত দড়ির ব্যবস্থাও থাকবে পুলিশ কর্মীদের কাছে। তারাপীঠ সংলগ্ন প্রায় প্রতিটি এলাকাতেই থাকবে অ্যান্টি ক্রাইম টিম। জানা গিয়েছে, সিসিটিভিতে মুড়ে ফেলা হচ্ছে গোটা এলাকা। মঙ্গলবারের সন্ধ্যার মধ্যেই সিসিটিভি ক্যামেরা লাগানো শেষ হয়ে যাবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *