রুকমা রায় এই মুহূর্তে বাংলা টেলিভিশন জগতের খুব পরিচিত একটি মুখ। তাঁর সাথে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়েছে বলে নেটদুনিয়ায় প্রতিনিয়ত চর্চা হয়। এছাড় দুর্গা পুজোয় কী প্ল্যান? সেই সব প্রশ্ন নিয়ে আমরা চলে গেছিলাম রুকমার কাছে। তিনি ব্যক্তিগত জীবন থেকে কাজের জীবন নিয়ে নানান সিক্রেট ফাঁস করলেন। রাহুল বন্দ্যোপাধ্যায়ের সাথে তাঁর সম্পর্ক যে শুধু বন্ধুত্বের সেই বিষয়ে পরিষ্কার জানান তিনি (Rooqma Ray Exclusive Video)। এই প্রসঙ্গে জানান, ‘রাহুলদার সবটাই আমি অনেক আগে থেকে জানতাম’। এছাড়া বলেন, এইবারের দুর্গাপুজোয় তাঁর ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে। আর কী কী বললেন তিনি? আসুন জেনে নি। Watch The Bengali Video.
