এর আগে রাজ্যে DA মামলাকারীরা আটটি তারিখ পেয়েছিল। কিন্তু, শুনানি হয়নি। শেষ ১৪ জুলাই তারিখ দেওয়া হয়েছিল এই মামলাটিকে। সেক্ষেত্রে কবে ফের সুপ্রিম কোর্টে DA মামলার শুনানি হতে চলেছে? সেই দিকে তাকিয়ে রয়েছেন সরকারি কর্মীরা।
সূত্রের খবর, ৩ নভেম্বর এই মামলার সম্ভাব্য শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে। যদিও এই তারিখ এখনও পর্যন্ত চূড়ান্ত নয়। এই প্রসঙ্গে সরকারি কর্মচারি পরিষদের সভাপতি দেবাশিস শীল বলেন, “আজ না হলে কাল রাজ্য সরকারের দায়ের করা SLP খারিজ হবে বলে আমরা আশাবাদী। আইনি লড়াই আমরা চালিয়ে যাব। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে প্রতিটি দফতরে বিক্ষোভ দেখানো হবে।”
তিনি আরও দাবি করেছেন, “ সরকারের কাছে কোনও যুক্তি নেই। মামলার শুরুর দিকে উভয় তরফে শর্ট নোট জমা দিতে বলা হয়েছিল আদালতের পক্ষ থেকে। তা জমা পড়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই আমরা পরবর্তী তারিখ নিয়ে অত্যন্ত আশাবাদী।” পাশাপাশি পুজোর আগে পর্যন্ত একাধিক দফতরে ডিএ প্রসঙ্গে বিক্ষোভ দেখাবেন সরকারি কর্মচারি পরিষদের সদস্যরা, জানা গিয়েছে এমনটাই।
উল্লেখ্য, গত বছর ২০ মে কলকাতা হাইকোর্টের ডিভিশব বেঞ্চ নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারি কর্মীদের তিন মাসের মধ্যেই বকেয়া DA মিটিয়ে ফেলতে হবে। এই নির্দেশ পুর্নর্বিবেচনার আর্জি জানিয়ে ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। সেই আর্জিও খারিজ হয়ে যায়। মামলার জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত।
এদিকে গত ২৮ নভেম্বর সুপ্রিম কোর্টে প্রথমবার উঠেছিল এই মামলা। এরপর যথাক্রমে ৫ ডিসেম্বর, ১৪ ডিসেম্বর, ১৬ জানুয়ারি, ২১ মার্চ, ১১ এপ্রিল, ২৮ এপ্রিল, ১৪ জুলাই DA মামলার জন্য সুপ্রিম কোর্টে তারিখ দেওয়া হয়েছিল। আগামী শুনানিতে এই মামলার নতুন কোনও আপডেট সামনে আসতে পারে বলে আশাবাদী DA মামলাকারীরা। উল্লেখ্য, চলতি বছর বাজেটের দিন রাজ্য সরকারি কর্মীদের DA ৩ শতাংশ বৃদ্ধির কথা ঘোষণা করে সরকার।