Mamata Banerjee Spain Visit : পিয়ানো অ্যাকরডিয়নে ‘জয়’-এর সুর! মাদ্রিদের রাস্তায় অন্য মেজাজে মমতা, দেখুন ভিডিয়ো – mamata banerjee playing piano accordion on the street of madrid spain


১১ দিনের বিদেশ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবসর সময়ে সংগীত চর্চায় মুখ্যমন্ত্রীর আগ্রহের কথা প্রায় সকলেরই জানা। বুধবার স্পেনের রাজধানী মাদ্রিদও এক বিরল দৃশ্যের সাক্ষী রইল। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বৃহস্পতিবার মাদ্রিদের রাজপথে সফরসঙ্গীদের নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্য প্রশাসনের একাধিক আধিকারিক ও সফরসঙ্গী সাংবাদিকরা মমতার সঙ্গে ছিলেন। হঠাতই রাজপথে থমকে দাঁড়ান মুখ্যমন্ত্রী।


মুখ্যমন্ত্রীর সঙ্গী ও নিরাপত্তরক্ষীদের বুঝে ওঠার আগেই মাদ্রিদের রাস্তা পিয়ানো অ্যাকর্ডিয়ান নিয়ে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির দিকে এগিয়ে যান মমতা। তাঁর পিয়াতো সুর বাঁধেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মমতার আঙুলের ছোঁয়ার ভেসে ওঠে ‘আমরা করব জয়’-এর সুর। মুগ্ধ হয়ে পিয়ানোবাদক মমতার দিকে তাকিয়ে থাকতে দেখা যায় তৃণমূল মুখপাত কুণাল ঘোষকে। নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলেও বিরল মুহূর্তের ভিডিয়ো শেয়ার করেছেন কুণাল।

Mamata Banerjee Dubai Visit : দুবাইতে মেট্রোয় চেপে স্পেনের ফ্লাইট ধরতে গেলেন মমতা, সাক্ষাৎ শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গেও
বুধবার স্থানীয় সময় দুপুর নাগাদ মাদ্রিদে পৌঁছন মুখ্যমন্ত্রী। দীর্ঘ বিমান সফরে ক্লান্ত মমতা ওদিন অধিকাংশ সময় নিজের হোটেলরুমে ছিলেন। বৃহস্পতিবার থেকে ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর। এদিন স্পেনের জনপ্রিয় ফুটবল লিগ লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ার তেভেজ়ের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। মমতার সঙ্গে সেই বৈঠকে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। এছাড়াও ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডান স্পোর্টিং ক্লাবের কর্তাদেরও সেই বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে একটি মউ চুক্তি স্বারক্ষিত হতে পারে বলে জানা গিয়েছে।

Kunal Ghosh : মুখ্যমন্ত্রীর সঙ্গে স্পেনে সাংবাদিকরা! প্রশ্ন উঠতেই খরচ জানিয়ে ‘চ্যালেঞ্জ’ কুণালের
মাদ্রিদ থেকে ট্রেনে বার্সেলোনায় যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে প্রবাসী বাঙালিদের সঙ্গে তাঁর একটি বৈঠক রয়েছে। স্পেনের বণিকসভার সঙ্গেও বৈঠক করবেন মমতা। স্পেন থেকে দুবাইতে ফিরে এসে সেখানেও একটি শিল্প বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। বিদেশ সফরের আগেই নবান্ন সূত্রে জানা গিয়েছিল, বিনিয়োগের লক্ষ্যেই মুখ্যমন্ত্রীর এই স্পেন ও দুবাই সফর। আসন্ন বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে স্পেনের প্রতিনিধিদের দেশে বিনিয়োগে নিয়ে আসায় মমতার লক্ষ্য। আগামী ২৩ সেপ্টেম্বর কলকাতায় ফেরার কথা মুখ্যমন্ত্রীর।

Mamata Banerjee News : ‘এখনই যদি সব বলি তাহলে..’, স্পেনে যাওয়ার আগে বড় চমকের ইঙ্গিত মমতার?
মমতার বিদেশ সফরের আগে একাধিক প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। একদিকে যেমন রাজ্য মন্ত্রিসভায় রদবদল করা হয়েছে, তেমনই একাধিক জেলার জেলাশাসক ও পুলিশ সুপার বদল হয়েছে। এমনকী নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে আগামী ২৫ সেপ্টেম্বর করম পুজোর দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। স্পেনের উদ্দেশে রওনা হওয়ার আগে মমতা বলেন, ‘বিদেশ থেকে অনেক আমন্ত্রণ আসে, কিন্তু আমরা যাই না। পাঁচ বছর বিদেশে যাচ্ছি। আমি আলাদা করে কাউকে দায়িত্ব দিচ্ছি না। যে ক’দিন থাকব না। সবাই নিজের মতো করে একসঙ্গে কাজ করবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *