Cyber Fraud News : লক খুলে টাকা লুট, ভরসার আধারই হাতিয়ার জালিয়াতের – the money was withdrawn from the account of pratima rakshit of murshidabad using aadhaar card biometric


১। মুর্শিদাবাদের কান্দির বাসিন্দা প্রতিমা রক্ষিতের আধারকার্ডের বায়োমেট্রিক ব্যবহার করে অ্যাকাউন্ট থেকে টাকা লোপাট হয়েছে । কানারা ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ায় মেসেজ পেতেই মাথায় হাত পড়ে প্রতিমা দেবীর। কান্দির বাসিন্দা পেশায় স্কুল শিক্ষক সুতনু রক্ষিতের স্ত্রী প্রতিমা রক্ষিত অসমের লাম্বিং ডিভিশনের রেলওয়ে হাসপাতালে চিফ মেট্রন পদে কর্মরত। কান্দির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে তাঁর অ্যাকাউন্ট রয়েছে। রবিবার তাঁর মোবাইলে পাঁচ হাজার টাকা তোলার মেসেজ আসে। সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানানো হয়েছে। প্রতিমার স্বামী সুতনু রক্ষিত বলেন, ‘সাইবার ক্রাইম থেকে জানতে পারি মালদা থেকে জিন্নাত আলি নামে একজন টাকা তুলেছেন। আধারকার্ডের বায়োমেট্রিক লক থাকা সত্ত্বেও কীভাবে টাকা তুলে নেওয়া হলো তা নিয়ে আমরা ধন্দে আছি।’

Cyber Crime : এবার আধারের বায়োমেট্রিক ক্লোন করে অ্যাকাউন্টে হানা, হ্যাকারদের শিকার দুর্গাপুরের ব্যবসায়ী
২। আধার কার্ডের বায়োমেট্রিক জাল করে ১০ হাজার টাকা তুলে নেওয়া হলো মহেশতলার এক ব্যক্তির। দিন সাতেক আগে প্রসেনজিৎ কর নামে ওই ব্যক্তির মোবাইলে একটি মেসেজ আসে। তাতেই জানা যায়, অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়েছে। অথচ, ওই টাকা তিনি তোলেনি। তাহলে? পুরো বিষয়টি জানতে ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, প্রতারকরা আঙুলের ছাপ ক্লোন করেছে। মাস খানেক আগে একটি জমির রেজিস্ট্রি করেছেন প্রসেনজিৎ। ওই জমি কেনার জন্য তাঁকে আঙুলের ছাপ দিতে হয়েছিল। সেখান থেকেই কোনওভাবে সেই ছাপ নকল করা হয়েছে বলে আশঙ্কা ওই ব্যক্তির। পুরো ঘটনাটি জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন মহেশতলার বাসিন্দা প্রসেনজিৎ।

Cyber Crime : সিপিএম নেতার অ্যাকাউন্টে হানা, হাতিয়ার সেই আধার বায়োমেট্রিক
৩। মুর্শিদাবাদের কান্দির এক রেলকর্মির বায়োমেট্রিক হ্যাক করে উঠে গেল টাকা। হতবাক পরিবার। পরের পর ১০ হাজার করে ৫০ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ। মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের কলাবাগানের বাসিন্দা নির্মল চক্রবর্তী। তাঁর আধারকার্ডের বায়োমেট্রিক ব্যবহার করে অ্যাকাউন্ট থেকে পাঁচ বারে মোট পঞ্চাশ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। পুরী গিয়েছিলেন বেড়াতে। বুধবার বাড়ি ফিরে দেখেন তাঁর মোবাইলে ম্যাসেজে টাকা তোলার মেসেজ। বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্ক-এর সিএসপি থেকে এই টাকা তোলা হয়েছে বলে অভিযোগ।

Cyber Fraud : লক করে রাখা আধারের বায়োমেট্রিক থেকেও টাকা উধাও! তদন্তে পুলিশ
প্রথম ঘটনাটি ঘটে গত ৫ সেপ্টেম্বর। দুর্গাপুরের কালীনগরে জেরক্স, ফটো প্রিন্টের দোকান চালান তন্ময় প্রামানিক নামে এক যুবক। তাঁর অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে তুলে নেওয়া হয় মোট ৭ হাজার টাকা। তিনি বলেন, ‘সেদিনের পর থেকে সর্তক হয়ে গিয়েছি। জানতে পারি, আমার বায়োমেট্রিক হ্যাক হয়েছে। তার পরই আধার বায়োমেট্রিক লক করে দিয়েছি।’

Cyber Crime : বায়োমেট্রিক তথ্য চুরি, ফাঁদে কলকাতার বাসিন্দাও
৪। এর পর গত ৮ সেপ্টেম্বর একই কায়দায় টাকা চোট যায় দুর্গাপুরের বিধাননগরের বাসিন্দা ব্যবসায়ী বিবেকানন্দ মুখোপাধ্যায়ের। বায়োমেট্রিক তথ্য চুরি করে তাঁর পৃথক দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা হাতিয়ে নেয় হ্যাকাররা। রাতে একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে মোবাইলে মেসেজ পান তিনি। তাতে লেখা ছিল, আধার এনেবল্‌ড পেমেন্ট সিস্টেমের (এইপিএস) মাধ্যমে টাকা তোলা হয়েছে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেন। বিবেকানন্দ বলেন, ‘এই দু’টি অ্যাকাউন্ট ছাড়া আমার আরও একটি ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে টাকা হাতানোর চেষ্টা করা হয়েছে। এখন বিভিন্ন জায়গায় বায়োমেট্রিক ব্যবহার করতে হয়। মনে হচ্ছে কোনও এক জায়গা থেকে তথ্য লিক হয়েছে।’

Aadhaar Biometric Fraud : জাগো গ্রাহক জাগো, সচেতনতা বাড়াতে বলছে ব্যাঙ্ক
৫। সাইবার দুষ্কৃতীদের শিকার হন পশ্চিম বর্ধমান জেলা সিপিএমের সম্পাদকমণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকারও। ১৩ সেপ্টেম্বর, বুধবার সকালে তাঁর বায়োমেট্রিক হ্যাক বা ক্লোন করে অ্যাকাউন্ট থেকে ৩ দফায় মোট ৩ হাজার টাকা তুলে নেওয়া হয়। মাধ্যম সেই একই- আধার এনেবল্‌ড পেমেন্ট সিস্টেম। অ্যাকাউন্ট থেকে আচমকা টাকা ডেবিট হওয়ার পর পরই ব্যাঙ্ক কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী আধার বায়োমেট্রিক লক করে দেন পঙ্কজ। তিনি অভিযোগ করে বলেন, ‘আমাদের জীবনের যাবতীয় তথ্য এখন কেন্দ্রের হাতে। সরকারি স্পনসরে ছিনতাই চলছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *