Teachers Recruitment Notification: বিতর্কের ঝড়ে পিছু হটল তপন কলেজ, ১০০ টাকায় অতিথি অধ্যাপকের নিয়োগ বিজ্ঞপ্তি খারিজ – tapan nathaniyal murmu college cancels controversial guest lecturer appointment notification


ক্লাস প্রতি ১০০ টাকা। একজন দিনমজুরের দৈনিক মজুরির থেকে কম শিক্ষকের সাম্মানিক! সংবাদ মাধ্যমে খবরের থেকে সর্বস্তরে বিতর্কের ঝড়ে অবশেষে দক্ষিণ দিনাজপুর জেলার তপন নাথানিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজে শিক্ষক নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল তা বাতিল করা হল। তপন নাথানিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজের ওয়েবসাইটে প্রকাশিত সেই বিজ্ঞপ্তি এদিন বাতিল করা হল। এই বিষয়টি নিয়ে কলেজ কর্তৃপক্ষ নতুনভাবে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে।
Teachers Recruitment: ক্লাস প্রতি পারিশ্রমিক ১০০! বাঁকুড়ার পর তপনে অতিথি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিতে বিতর্ক

উল্লেখ্য, চলতি মাসের ১১ তারিখে অতিথি অধ্যাপক নিয়োগ করবার জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় কলেজের ওয়েবসাইটে। আর এই কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিকে নিয়েই বিতর্ক দেখা দেয় রাজ্য জুড়ে। কলেজের নিজস্ব ওয়েব সাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোট ছয় জন অতিথি শিক্ষক নিয়োগ করা হবে। নিয়োগ হওয়া প্রতিটি শিক্ষকদের ক্লাস প্রতি ১০০ টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে পাশাপাশি এই সমস্ত শিক্ষকরা প্রতি সপ্তাহে আবার ১৫ টির বেশি ক্লাস করতে পাবেন না।

Trending News: গোল্ড মেডালিস্ট-M.A পাশ যুবকের ‘শিক্ষিত বেকার ক্যাফে’,স্বপ্ন দেখা ভুলে মোমো-চাউমিনেই অ্যাপ্যায়ন
এই হিসাবে দেখা যাচ্ছে একজন শিক্ষক প্রতিমাসে সর্বোচ্চ ছয় হাজার টাকার বেশি বেতন পাবেন না। অথচ এই পদে অতিথি শিক্ষক হিসাবে পড়ানোর জন্য যেমন উচ্চশিক্ষিত হতে হবে, তেমনি সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রি থাকতে হবে প্রার্থীর অর্থাৎ কলেজে পড়ানোর জন্য যা যা যোগ্যতা থাকা দরকার অতিথি অধ্যাপকের পদে আবেদনকারীর প্রার্থীর সেই যোগ্যতা থাকতে হবে তবেইতিনি সুযোগ পাবেন। এই বিষয়টি জানাজানি হতেই জেলা শিক্ষা মহল থেকে গোটা রাজ্যে নিন্দার ঝড় ওঠে।

Primary TET: এবার শুধুই অনলাইনে ডিএলএডে ভর্তি, মেধাতালিকা প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ
গতকাল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ক্লাস প্রতি ১০০ টাকা দেওয়ার প্রতিবাদ করেন ফেসবুক ও এক্স এ্যাকাউন্টে। বিভিন্ন শিক্ষক সংগঠন ও শিক্ষা মহল থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়। নিন্দা করেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যও। আক্রমণ করা হয় শাসকদলকে। সব দিক থেকে তীব্র নিন্দার মুখে পড়ে তারপরেই ঐ নিয়োগের বিজ্ঞপ্তি বাতিল করা হয় এবং কলেজের ওয়েবসাইটে তা জানানোও হয়। তপন নাথানিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজের পরিচালন কমিটির সভাপতি অমল কুমার রায় জানান, ‘ওই নিয়োগের বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে।’ পাশাপাশি, ওই বিজ্ঞপ্তি যে নিয়ম মেনে করা হয়নি প্রকারান্তে তাও তিনি স্বীকার করে নেন। মেনে নেন ওই সাম্মানিক এক জন অধ্যাপকের জন্য যথেষ্ট নয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *