মনোরঞ্জন মিশ্র: কুড়মিদের তপসিলি উপজাতিভূক্ত করার দাবিতে আগামিকাল থেকে রেল ও রাস্তা অবরোধের কথা ঘোষণা করেছিল কুড়মি সংগঠনগুলি। কয়েকমাস আগেই রেল অবরোধ করেছিল কুড়মিরা। তখনই বোঝা গিয়েছিল রেল রুখে দিলে কী পরিস্থিতির মুখোমুখি হতে হয় সাধারণ মানুষকে। এবার সেই রেল রোখো আন্দোলনকে বেআইনি বলল কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুন-ভারতে মহিলা সাংসদের সংখ্যা বাংলাদেশ-পাকিস্তানের থেকেও কম
আন্দোলনের নামে জনজীবন স্তব্ধ করার পরিকল্পনার বিরুদ্ধে হাইকোর্টে জনাস্বার্থ মামলা করেছিল পুরুলিয়া চেম্বার অব কমার্স। এবার আদালতের নির্দেশে চাপে পড়ে রেল অবরোধ কর্মসূচি থেকে পিছিয়ে এল কুড়মিরা। রোল ও সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করলেন কুড়মি আন্দোলনের উপদেষ্টা অজিত মাহাতো। তবে কুড়মিদের রেল রোকো আন্দোলনের চাপে পড়ে ইতিমধ্যেই বাতিল করা হয়েছে ২৪ জোড়া ট্রেন। ১৪ জোড়া ট্রেনকে ঘুরপথে অন্য রুট দিয়ে চালানো হবে বলে জানা গিয়েছে।
সবিস্তার আসছে….