সন্দীপ প্রামাণিক: এশিয়া কাপ (Asia Cup 2023) জিতেই সদ্য ভারতে পা রেখেছেন জাতীয় দলের তারকা পেসার মহম্মদ শামি (Mohammed Shami)। মঙ্গলবার অর্থাৎ আজ শামি ও তাঁর দাদা মহম্মদ হাসিম সশরীরের আলিপুর আদালতে হাজিরা দেন। হাসিন জাহান (Hasin Jahan) বধূ নির্যাতনের মামলা করেছেন শামি ও তাঁর পরিবারের বিরুদ্ধে। শামির জামিন বিষয়ক সিদ্ধান্ত নিচ্ছে ট্রায়াল কোর্ট। সেই নির্দেশ মেনেই আদালতে হাজিরা দিয়েছেন শামি। তবে বিশ্বকাপের আগে শামির জন্য স্বস্তির খবর। শামি ও তাঁর দাদার জামিন মঞ্জুর করেছে আদালত। ২ হাজার টাকার ব্যক্তিগত বন্ডেই শামিরা পেয়েছেন জামিন।
আরও পড়ুন: Asia Cup 2023: ট্রফি হাতে ছবি রোহিতদের সঙ্গে! কে এই ‘মিস্ট্রি ম্যান’? সচিন-দ্রাবিড়ের খুব পছন্দের
এদিন আলিপুর আদালতে সকাল সাড়ে দশটায় শামির পক্ষ থেকে একটি বেল অ্যাপ্লিকেশন এবং পুট অ্যাপ পিটিশন কোর্টের কাছে করা হয়। নিয়ম অনুযায়ী দুপুর দু’টোর পর বেল মামলার শুনানি হয়। যখন শুনানি শুরু হয়, তখন শামি কোর্টরুমে উপস্থিত ছিলেন না বলেই দাবি করেছিলেন হাসিন জাহানের আইনজীবীরা। এরপর বিচারক শামিকে সশরীরের হাজিরার নির্দেশ দেন। শামির আইনজীবী সেলিম রহমান জানিয়েছেন যে, শামি ও তাঁর দাদা আদালতে হাজিরা দিয়ে জামিনের আবেদন করেছিলেন। তা মঞ্জুর করেছে আদালগার্হস্থ্য হিংসার অভিযোগে ২০১৮ সালে শামির বিরুদ্ধে নিম্ন আদালতে মামলা রুজু করেছিলেন তাঁর স্ত্রী হাসিন। যদিও সেই সময় হাসিনের অভিযোগ অস্বীকার করেছিলেন শামি। প্রায় চার বছর ধরে মামলাটি বিচারাধীন।
বিশ্বকাপের আগে ঘরের মাঠে চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলে চূড়ান্ত নেট প্রস্তুতি সেরে নেবেন রোহিতরা। আগামী ২২ সেপ্টেম্বর (শুক্রবার) মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে প্য়াট কামিন্সদের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্য়াচ খেলবে ভারত। এরপর ২৪ সেপ্টেম্বর (রবিবার) ইন্দোরের হোলকার স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে। সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে ম্য়াচ ২৭ সেপ্টেম্বর (বুধবার) রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। শামিকে নিয়েই হয়েছে দল। বিশ্বকাপের দলেও শামি গুরুত্বপূর্ণ সদস্য।
আরও পড়ুন: Team India: ‘কোনও দরকার নেই’, ভুল ঢাকতে গিয়ে ভারতের জোড়া ভুল! ভাজ্জির অশনি সংকেত
