Durga Puja 2023 : মণ্ডপ নিয়ে নিয়ম মানা হচ্ছে তো? থানাগুলিকে সতর্কতা লালবাজারের – lalbazar officials suggested strict vigilance on construction of durga puja pandals


এই সময়: দুর্গাপুজোর প্যান্ডেল তৈরি নিয়ে একগুচ্ছ নির্দেশিকা থাকলেও প্রায় প্রতিবছরই পরিদর্শনে গিয়ে পুলিশকর্তারা দেখতে পান নিয়মের তোয়াক্কা না করেই প্যান্ডেল তৈরি হয়ে গিয়েছে। কাজ শেষ হয়ে যাওয়ায় তখন আর উদ্যোক্তারা মণ্ডপের বদল ঘটাতে চান না বলে অভিযোগ ওঠে। এ বার প্রথম থেকেই সংশ্লিষ্ট থানাকে এ সব বিষয়ে কড়া নজরদারির পরামর্শ দিলেন লালবাজারের কর্তারা।

WB Govt Employees : সরকারি কর্মীদের বৈষম্য ঘোচাতে পদক্ষেপ নবান্নের
বডিগার্ড লাইন্সে পুলিশ কর্তারা বৈঠকে বসেন। সেখানে হাজির ছিলেন কলকাতার নগরপাল বিনীত গোয়েল, যুগ্ম নগরপাল (সদর) সন্তোষ পান্ডে, যুগ্ম নগরপাল (অপরাধ দমন) শঙ্খশুভ্র চক্রবর্তী সহ পদস্থ কর্তারা। পুজোর সময়ে শহরের অপরাধ রুখতেও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে। পুজোর পাশাপাশি উৎসবের এই মরশুমে রয়েছে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচও।

Bhangar Police Station : বারুইপুর জেলা না কলকাতা পুলিশ! অনুমোদন নিয়ে সংশয়ে ভাঙড় থানা
লক্ষ্মীপুজোর দিনেই প্রথম ম্যাচ রয়েছে ইডেনে। পুলিশ-প্রশাসনের কর্তারা মনে করছেন, গত কয়েক বছরের তুলনায় পুজো এবং ক্রিকেটের আকর্ষণে কলকাতায় পর্যটকদেরও ভিড় বাড়বে। সে ক্ষেত্রে নজরদারি বাড়াতে চাইছে লালবাজার।

Kolkata Police : ডাকাতি রুখতে স্বর্ণব্যবসায়ীদের সঙ্গে বৈঠক কলকাতা পুলিশের
এক পুলিশ কর্তার কথায়, ‘বড় বড় পুজোগুলিতে পরিদর্শনে গিয়ে দেখা যায়, নিয়মের বাইরে গিয়ে তারা মণ্ডপ তৈরি করে ফেলেছে। আবার রাস্তায় যত্রতত্র বিজ্ঞাপনের গেটও তৈরি করা হয়। ফলে দর্শনার্থীদের সমস্যা পড়েন। নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠে। সে কারণে থানাগুলিকে সতর্ক করা হয়েছে। তাছাড়া এ বার পুজো এবং ক্রিকেটের ম্যাচ প্রায় একই সময়ে অনুষ্ঠিত হতে চলছে। তাই নিচুতলার পুলিশকর্মীদেরও আগে থেকে তৈরি থাকতে বলা হয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *