Durgapur Fire: আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদে ভয়াবহ অগ্নিকাণ্ড, গুরুত্বপূর্ণ সরকারি নথি পুড়ে ছাই – massive fire breaks out at durgapur adda building at mid night


েদুর্গাপুরে ভয়াবহ ঘটনা। দুর্গাপুর সিটি সেন্টারে অবস্থিত আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দফতরে বিধ্বংসী আগুন। সোমবার মাঝ রাতের পর আগুন লেগেছে বলে অনুমান। দাউদাউ করে জ্বলছে আগুন। রাতেই বিষয়টি নজরে আসায় খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে হাজির দমকলের ১০ থেকে ১১টি ইঞ্জিন। মঙ্গলবার সকালেও দাউ দাউ করে জ্বলছে উন্নয়ন পর্ষদের একাধিক ঘর।

ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট না হলেও পুড়ে ছাই বহু গুরুত্বপূর্ণ নথি বলে অনুমান। ঘটনার পিছনে কোনও অর্ন্তঘাত রয়েছে নাকি নিছক দুর্ঘটনার কারণেই এই আগুন কিনা খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, গভীর রাতে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটে। রাত দুটো নাগাদ আচমকাই দেখা যায় ধোঁয়া বলে খবর। সঙ্গে সঙ্গে খখবর দেওয়া হয় অন্ডাল বিমানবন্দরের দমকল বিভাগকে। খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে দমকলের ১১টি ইঞ্জিন পৌঁছায়। কিন্তু এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন। আনা হয় হাইড্রোলিক ল্যাডারও।

Calcutta High Court : মঙ্গলাহাট অগ্নিকাণ্ডের কারণ নিয়ে ফরেনসিক ল্যাবের রিপোর্টে ধোঁয়াশা, জবাব চাইল হাইকোর্ট
আচমকা দুর্গাপুরের সিটি সেন্টারে অবস্থিত আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কার্যালয়ে আগুন লাগায় প্রচুর নথি নষ্টের আশঙ্কা ৷ কীভাবে লাগল আগুন ? খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে রানিগঞ্জের তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়ও পৌঁছন

Anganwadi Centre : বস্তা বস্তা চাল-ডাল চুরি গেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে, হুলস্থুল দুর্গাপুরে
প্রত্যক্ষদর্শীরা জানান, বাইরে থেকেই দেখা যাচ্ছিল আগুনের লেলিহান শিখা। ক্রমে এক জায়গা থেকে অন্য ঘরে ছড়িয়ে পড়ে আগুন। দমকল পৌঁছে বাইরে থেকে জল দিতে শুরু করেন। ব্যবহার করা হয় হাইড্রলিক ল্যাডারও। দমকল এলে আগুন ছড়িয়ে পড়া আটকাতে কিছু পদক্ষেপ নেন। রাত বলে দফতরের ভিতরে কেউ ছিলেন না বলে বাঁচোয়া। কাগজপত্রের মতো প্রচুর দাহ্য পদার্থের উপস্থিতি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে অনুমান এবং এই বিপুল পরিমাণ দাহ্য পদার্থের কারণেই আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে বলে জানা গিয়েছে। পূর্ণশক্তি নিয়ে লড়াই চালাচ্ছে দমকল।

Bankura News : চুরি-ছিনতাই সহ একাধিক অপরাধে যোগ, গ্রেফতার বাঁকুড়া শ্যুট আউটে কাণ্ডের মূল অভিযুক্ত
তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, এই অগ্নিকাণ্ডের উচ্চপর্যায়ের তদন্ত করাব। এই আগুনের কারণে বহু কর্মীর স্বপ্নের কার্যালয় ভস্মীভূত হয়ে গেল। আগুন নিভলে বোঝা যাবে কতটা ক্ষয়ক্ষতি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *