Medinipur Road Accident : BDO-র গাড়ির ধাক্কায় মৃত্যু যুবকের, শোকস্তব্ধ আধিকারিক – one youth lost life at debra potashpur state highway road accident with bdo car


এই সময়, মেদিনীপুর: বিডিও-র গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক মোটরসাইকেল আরোহীর। বিশ্বকর্মা পুজোর দিন সকাল সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে ডেবরা-পটাশপুর রাজ্য সড়কের পিংলা থানার ১২ মাইল এলাকায়। মৃত ব্যক্তির নাম রিন্টু মণ্ডল (৪০)। বাড়ি সবং থানার বড় খেলনা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোটর সাইকেলে দু’জন ছিলেন। কারও মাথায় হেলমেট ছিল না। তার ফলে দুর্ঘটনায় মোটর সাইকেল চালকের মাথার খুলি উড়ে যায়।

Kolkata Police : কেষ্টপুর খালে ১৯ ঘণ্টা পর মিলল যুবকের দেহ, ঘরে সুইসাইড নোট
জেলা পুলিশের এক আধিকারিক বলেন, ‘সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ ডেবরা-পটাশপুর রাজ্য সড়কের পিংলা-সবং সীমান্তে ১২ মাইল এলাকায় একটি চারচাকা গাড়ির সঙ্গে একটি মোটর সাইকেলের সংঘর্ষ হয়। ঘটনায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। চার চাকা গাড়িটি পূর্ব মেদিনীপুরের পটাশপুর-১ ব্লকের বিডিও-র অফিশিয়াল গাড়ি। গাড়িতে বিডিও যাচ্ছিলেন। গাড়ির চালককে আটক করা হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।’

Bike Accident : দাদার নতুন বাইক চড়তে গিয়ে মর্মান্তিক পরিণতি ভাইয়ের, হুগলিতে দুর্ঘটনায় মৃত ২
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে ডেবরার দিক থেকে পটাশপুরের দিকে একটি কালো স্করপিও গাড়িতে যাচ্ছিলেন পটাশপুর-১ ব্লকের বিডিও বিধানচন্দ্র বিশ্বাস। উলটো দিক থেকে একটি বাইকে আসছিলেন দু’জন আরোহী। পিংলা থানার শেষ সীমানায় ১২ মাইল এলাকায় বাইকটির সঙ্গে স্করপিও-র মুখোমুখি সংঘর্ষ হয়। ছিটকে পড়েন মোটর সাইকেলে থাকা দু’জন। স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রিন্টু মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন।

Birbhum News : সিউড়ি রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনা! ধান বোঝাই গাড়ি উলটে মৃত ২, আহত ৭
পটাশপুর-১ ব্লকের বিডিও বিধানচন্দ্র বিশ্বাস বলেন, ‘দুয়ারে সরকার চলছিল বলে বাড়ি যাওয়া হয়নি। শনিবার রাতে বাড়ি গিয়েছিলাম। রবিবার থেকে যাই। সোমবার সকালে পটাশপুরে ফিরছিলাম। গাড়ির সামনেই বসেছিলাম। সবং তেমাথানির আগে ১২ মাইলে আমার গাড়ির চালক হঠাৎ জোরে ব্রেক কষেন। কিন্তু সামনে থেকে একটি মোটর সাইকেল এসে গাড়ির সামনে জোরে ধাক্কা মারে। আমার পকেট থেকে মোবাইলটা ছিটকে পড়ে। কোনও রকমে নিজেকে সামলাই। ততক্ষণে স্থানীয় লোকজন ছুটে আসেন। আমাকে নিয়ে গিয়ে একটি চায়ের দোকানে বসানো হয়। বাইকে থাকা দু’জনের কারও মাথায় হেলমেট ছিল না। হেলমেট থাকলে হয়তো ওই ব্যক্তির এই পরিণতি হতো না। এমন মর্মান্তিক ঘটনা প্রথম চোখের সামনে দেখলাম। খুবই খারাপ লাগছে। তবে স্থানীয় লোকজন খুব হেল্প করেছেন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *