Nadia News Today : BJP নেতার বাড়িতে বোমাবাজি! ঘুমন্ত অবস্থায় আহত নাবালক সহ একাধিক, উত্তেজনা শান্তিপুরে – bombing allegation at bjp panchayat member house in santipur nadia


গভীর রাতে বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়িতে বোমাবাজি করার অভিযোগ। ঘটনা নদিয়া জেলার শান্তিপুর এলাকায়। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছে বলে খবর। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।

CPIM West Bengal: তেহট্টে সমবায় নির্বাচনে আবারও বামেদের জয়জয়কার, তৃণমূলের অনুপস্থিতিতে BJP-এর সঙ্গে মুখোমুখি লড়াই
কী জানা যাচ্ছে?

বিজেপির জয়ী প্রার্থীর বাড়িতে আবারও বোমাবাজির ঘটনায় উত্তপ্ত নদিয়ার শান্তিপুর। ঘুমন্ত অবস্থায় বিছানার মধ্যে বোমা মারার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি নদিয়ার শান্তিপুর বেলঘড়িয়া দু’নম্বর পঞ্চায়েতের গবার চর মাঝেরপাড়া এলাকায়। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থলে শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী।

Nadia News : শুভেন্দুর সভার জন্য ‘পার্টি ফান্ড’-এ টাকা চাই! না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর, অভিযুক্ত BJP
কী অভিযোগ রয়েছে?

অভিযোগ, ওই পঞ্চায়েতে বিজেপির প্রার্থী হয়ে পঞ্চায়েতে দাঁড়িয়েছিলেন গৌরাঙ্গ বিশ্বাস নামে এক ব্যক্তি। এরপর তিনি নির্বাচনে জয়যুক্ত হন। তারপর থেকেই একাধিকবার গৌরাঙ্গ বিশ্বাস সহ অন্যান্য বিজেপি কর্মীদের বাড়িতে হামলা ও বোমাবাজির ঘটনা ঘটে বলে অভিযোগ। আরও অভিযোগ, সোমবার গভীর রাতে গৌরাঙ্গ বিশ্বাসের পরিবারের অন্যান্য সদস্যরা বারান্দাতেই বিছানা করে ঘুমাচ্ছিলেন। তখনই একদল দুষ্কৃতী তাদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে। যদিও একটি বোমা বিছানার উপরে পড়তেই আহত হয় এক নাবালক সহ পুরুষ ও এক মহিলা। এছাড়াও বারান্দার পাশের একটি টিনের দরজা ভেঙেচুরে যায়।

Nadia News : ডিম্বনালির মধ্যেই তৈরি হয়েছে ভ্রূণ, জটিল অস্ত্রোপচারে মহিলার প্রাণ ফেরাল শান্তিপুর হাসপাতাল
পালটা তৃণমূলের দাবি

যদিও বিজেপির তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ওই অঞ্চলের তৃণমূল নেতা রবীন্দ্রনাথ রায়। তিনি জানান, বিজেপি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করছে। আমরা বিগত বেশ কয়েক বছর ধরে তৃণমূল করি। কিন্তু এলাকায় যাতে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে সেই চেষ্টা করি সব সময়। বোমাবাজির ঘটনা তারা কিছুই জানেন না বলে জানান। বিজেপি মিথ্যে অভিযোগ করে তৃণমূলের নামে কালিমালিপ্ত করার চেষ্টা করছে।

তৃণমূলে যোগ দেননি স্ত্রী ! ‘বরখাস্ত’ করা হল সিভিককে!

পুলিশ কী জানাচ্ছে?

বোমাবাজির ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এছাড়াও ঘটনাস্থল পরিদর্শন করতে যান রানাঘাট পুলিশ জেলার এসডিপিও। অন্যদিকে, এলাকায় নতুন করে যাতে আর কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেদিকে করা নজরদারি চালাচ্ছে শান্তিপুর থানার পুলিশ। পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই এলাকায় চাপা উত্তেজনা বজায় ছিল। বোমাবাজির ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *