রাজ্যে করোনা ও নানা কারণে বন্ধ ছিল নিয়োগ প্রক্রিয়া। বহুদিন পরে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছে শীঘ্রই বাহিনীতে থাকা শূন্যপদ পূরণের জন্য পুলিশে নিয়োগ করা হবে। আগামী কয়েক মাসের মধ্যেই পুলিশে সমস্ত শূন্যপদে নিয়োগ সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছেন তিনি।
বর্তমানে রাজ্য পুলিশে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা ২৭ বছর। সেই বয়সসীমা আরও তিন বছর বাড়িয়ে ৩০ বছর করার প্রস্তাব পেশ করেছে রাজ্য পুলিশ। শীর্ষ কর্তাদের মতে, এতে অনেক বেশি বেকার যুবক যুবতীরা আবেদনে সুযোগ পাবেন। বিশেষত গত কয়েক বছরে নিয়োগ বন্ধ থাকায় অনেক যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেননি। এতদিন বাদে নিয়োগ বিজ্ঞপ্তি বের হলেও ইতিমধ্যেই অনেক প্রার্থীর বয়স পেরিয়েছে। ফলে বয়সের কারণে অনেকেই আবেদন করতে পারছেন না। এই সব কথা বিবেচনা করেই বয়সসীমা বাড়ানোর পরিকল্পনা। একইসঙ্গে আবেদনের বয়স বাড়ানো হলে আরও অনেক বেকার যুবক যুবতীদের সামনে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
পুলিশ শীর্ষ কর্তাদের মতে, পুলিশে চাকরির ক্ষেত্রে শুধু পড়াশুনা না শারীরিক পরীক্ষাতেও পাশের জন্য বহুদিনের প্রস্তুতি লাগে। দৈনিক মাপজোপ ও নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট গতিতে দৌড় সহ শারীরিক সক্ষমতার পরীক্ষাগুলিতে পাশ করতে গেলে অনেকদিনের শারীরিক কসরতের প্রয়োজন হয়। সাধারণত পুলিশ পদে চাকরিপ্রার্থীরা পড়াশোনার পাশাপাশি এই প্র্যাকটিসগুলিও চালিয়ে যান। অনেক বেকার যুবক-যুবতী আছেন যারা পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তির অপেক্ষায় এতদিন ধরে ব্যায়াম ও কসরত চালিয়ে গিয়েছেন কিন্তু বিজ্ঞপ্তি না আসায় আবেদন করতে পারেননি। এবার এতদিন বাদে বিজ্ঞপ্তি বেরনোয় বয়সের কারণে আবেদন করতে পারছেন না। সেই বিষয়টি ভেবেই মানবিক দিক দিয়ে বিবেচনা করে বয়সসীমা বাড়ানোর জন্য আর্জি জানাবে পুলিশ বিভাগ। সম্প্রতি রূপান্তরকামীদের জন্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলকাতা পুলিশ।