TMC Nabo Jowar : ২৪ নির্বাচনের আগে নবরূপে ‘নবজোয়ার’? – abhishek banerjee nabo jowar campaign start ahead of 2024 lok sabha election


এই সময়: ২০২৪ সালের লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে রাজ্যজুড়ে জনসংযোগ যাত্রা করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নবজোয়ার যাত্রার ধাঁচেই রাজ্যের মোট ৪২ টি লোকসভা কেন্দ্রের উপর দিয়েই অভিষেকের এই জনসংযোগ যাত্রা যাবে। উৎসবের মরসুম শেষ হলে এই কর্মসূচি শুরু করতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পঞ্চায়েত নির্বাচনের আগে অভিষেকের জনসংযোগ যাত্রার নাম নবজোয়ার দেওয়া হয়েছিল, এবার যে কর্মসূচি তিনি নিচ্ছেন, তার নাম কী দেওয়া হবে সেটা এখনও স্পষ্ট নয়।

Bharat Jodo Yatra 2 : কবে শুরু কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা ২.০? রাহুল-খাড়গের ভিন্ন সুর ঘিরে জলঘোলা
তৃণমূল নেতৃত্বের একাংশের বক্তব্য, এই জনসংযোগ কর্মসূচির রূপরেখা তৈরির জন্য একটি ভোটকুশলী সংস্থার পরামর্শ নেওয়া হচ্ছে। জনসংযোগের রোডম্যাপ, কতগুলি সভা হবে, রোড-শো সহ যে সব কর্মসূচি হবে, তা চূড়ান্ত হলে অভিষেক আনুষ্ঠানিক ভাবে এই কর্মসূচির কথা ঘোষণা করতে পারেন। একই সঙ্গে সাংসদ, বিধায়ক সহ জনপ্রতিনিধিদের নিয়েও পৃথক একটি কর্মসূচি নেওয়া হতে পারে। পঞ্চায়েত নির্বাচনের বেশ কয়েক মাস আগে দিদি’র সুরক্ষা কবচ নাম দিয়ে তৃণমূলের বিশেষ কর্মসূচি হয়েছিল।

TMC Protest At Delhi : ৫০ হাজার ১০০ দিনের কর্মী নিয়ে তৃণমূলের ‘দিল্লি চলো’, DCP-কে চিঠি ডেরেকের
অভিষেকের জনসংযোগের পাশাপাশি দিদির সুরক্ষা কবচের মতো নতুন কর্মসূচির ঘোষণা করা হতে পারে। ধূপগুড়িতে উপনির্বাচনের প্রচারে গিয়ে অভিষেক ঘোষণা করেছিলেন, ত্রিস্তরীয় পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা কেমন কাজ করছেন সেই রিভিউ তিনি আগামী নভেম্বর মাস থেকে শুরু করতে পারেন। এই জনসংযোগ যাত্রা চলার সময়েই পঞ্চায়েতের পদাধিকারীদের কাজের রিভিউও করতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Abhishek Banerjee : ED দফতরে যেতে পারেন অভিষেক! সাংবাদিক বৈঠকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য TMC-র
তৃণমূলের প্রথম সারির এক সাংসদের কথায়, ‘নবজোয়ার যাত্রা কোচবিহার থেকে শুরু হয়েছিল, পুজোর পরে যে জনসংযোগ যাত্রার কথা চলছে তা-ও উত্তরবঙ্গেরধূপগুড়ি থেকে শুরু হতে পারে। নবজোয়ার যাত্রায় ৫১ দিন ধরে চলেছিল। আগামী জনসংযোগ যাত্রা কতদিন ধরে চলবে তা সর্বোচ্চ নেতৃত্ব চূড়ান্ত করবেন।’ ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল প্রত্যাশিত ফল করতে পারেনি।

Dhupguri By Election Result : ইন্ডিয়া জোটে থাকা কি বুমেরাং হচ্ছে? প্রশ্ন সিপিএমের অন্দরেই
যে লোকসভা কেন্দ্রগুলিতে বিজেপি জয়ী হয়েছিল সেই কেন্দ্রগুলিতে এই জনসংযোগ যাত্রায় বাড়তি সময় দিতে পারেন অভিষেক। যদিও ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির হাতে থাকা ওই কেন্দ্রগুলি থেকে তৃণমূল লিড নিয়েছে। এছাড়া পঞ্চায়েত নির্বাচনেও জোড়াফুল একতরফা সাফল্য পেয়েছে। তৃণমূল নেতৃত্বের একাংশের বক্তব্য, ‘আগামী জনসংযোগ যাত্রায় নেমে অভিষেক মূলত গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি স্তরে তৃণমূলের পদাধিকারীদের কাজের রিভিউ করতে পারেন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *