Padma Hilsa Fish Kolkata: পুজোর আগে বাঙালির পাতে পদ্মার ইলিশ! বোঝাই রুপোলি শস্য নিয়ে ঢুকল ট্রাক – hisla fish of padma bangladesh entered in truck from bangaon bangladesh border


দুর্গাপুজো মানে প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখা, প্রিয়জনদের সঙ্গে আড্ডা আর জমজমাট খাওয়া দাওয়া। ইলিশ ছাড়া বাঙালির খাওয়া দাওয়া যেন পরিপূর্ণ হয় না। আর দুর্গাপুজোর আগেই ভোজনরসিক বাঙালির জাতির জন্য সুখবর। দুর্গাপুজোর আগেই রাজ্যে এসেছে পৌঁছল বাংলাদেশের পদ্মার ইলিশ। বৃহস্পতিবার বিকেলে পেট্রাপোল সীমান্ত দিয়ে ইলিশ বোঝায় ৯টি ট্রাক ভারতে প্রবেশ করে। সেই অনুযায়ী রাজ্যে প্রথম ধাপে প্রবেশ করল বাংলাদেশের পাঠানো ইলিশ বোঝাই ট্রাক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রত্যেক গাড়িতে ৫ টন করে ইলিশ রয়েছে। সব মিলিয়ে দুর্গাপুজোর আগে এই দফায় ৪৫ টন ইলিশ বাংলাদেশ থেকে এদেশে এসে পৌঁছল। পশ্চিমবঙ্গে প্রায় ৪ হাজার মেট্রিক টন ইলিশ পাঠানোর কথা আগেই ঘোষণা করেছিল বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রক।

Padma Ilish In Kolkata : ভারতকে হাসিনার পুজোর উপহার, আসছে ৫ হাজার টন পদ্মার ইলিশ
বাংলাদেশের বাণিজ্য দফতর সূত্রে জানা গিয়েছে, মোট ৭৯টি সংস্থাকে ভারতে ইলিশ রফতানির দায়িত্ব দেওয়া হয়েছে। ৩০ অক্টোবর অবধি দফায় দফায় বাংলাদেশ থেকে আরও ইলিশ বাংলায় আসবে। সব মিলিয়ে মোট ৩ হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ আসার কথা রাজ্যে। ফলে মনে করা হচ্ছে পুজোর আগেই বাঙালির পাতে উঠবে এই সুস্বাদু মাছ।

Hilsa Fish : পুজোয় বাংলাকে ৫ হাজার টন ইলিশ উপহার হাসিনার, কমবে দাম?
বাংলাদেশ থেকে প্রথম দফায় ৪৫ টন ইলিশ এসে পৌঁছনোয় খুশি মাছ বিক্রেতারাও। জানা গিয়েছে, আগামী কয়েকদিন রাজ্যের প্রায় সব বাজারেই মিলবে পদ্মার ইলিশ। মাছ ব্যবসায়ীদের দাবি, বাংলাদেশ থেকে আসা ইলিশ মাছের অধিকাংশগুলির ওজনই ৮০০ গ্রাম থেকে দেড় কেজির মধ্যে। তবে মাছগুলির দাম কেমন থাকবে, তা খোলসা করতে চাননি ব্যবসায়ীরা। তবে মনে করা হচ্ছে প্রথম দফায় ইলিশের দাম একটু চড়া হতে পারে। জোগান আরও বাড়লে কমবে দামও।

Hilsa Fish in Kolkata : রসনাপ্রিয় বাঙালির জন্য সুখবর! আজ রাতেই রাজ্যে ঢুকছে টন টন পদ্মার ইলিশ
এদিনে পেট্রাপোলে ক্লিয়ারিং এজেন্টদের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, ‘এখন থেকে প্রতিদিনই কিছু কিছু করে আসতে থাকবে বাংলাদেশের ইলিশ। ই সিস্টেমে অনলাইনে কাগজপত্র সংক্রান্ত কাজের কারণে সামান্য দেরি হল। তবে অবশেষে ইলিশ যে এসে পৌঁছেছে এটাই আনন্দের। গতবারও ইলিশ মাছ পাঠিয়েছিল বাংলাদেশের সরকার। এবার কিছুটা দেরিতে হলেও, বাঙালি এই মাছ পাবে। পুজোর আগে এর থেকে বড় সুখবর আর কী বা হতে পারে।’

ইলিশ বোঝাই ট্রাক নিয়ে ভারত সীমান্তে আসা বাংলাদেশের লরিচালক নূর মহম্মদ ইসলাম বলেন, ‘দুর্গাপুজোর উপহার হিসেবে বাংলাদেশ সরকার ইলিশ পাঠিয়েছে। বরিশাল থেকে এই ইলিশ আমরা নিয়ে এসেছি। বাঙালির পাতে এবার পুজোর আগেই ইলিশ মাছ উঠবে। আগামী দিনে বাংলাদেশ থেকে আরও বেশি ইলিশ মাছ ভারতে আসবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *