Kaliachak Murder: বাড়ির সব সদস্যকে নৃশংসভাবে খুন করে আন্ডারগ্রাউন্ড জলের ট্যাঙ্কে দেহ, কালিয়াচক হত্যাকাণ্ড এবার বড় পর্দায় – kaliaganj murder case will now coming on screen rupanjana mitra and other tollywood actors will be the part of movie


Crime Thriller: ২০২১ সালে মালদার কালিয়াচকের শিহরণ জাগানো হত্যাকাণ্ড এবার সিনেমার পর্দায় । নিজের পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠেছিল পরিবারের ছোট ছেলের বিরুদ্ধে। যে নিষ্ঠুর পদ্ধতিতে নিজের বাবা, মা, বোন ও ঠাকুমা খুন করেছিলেন ১৯-এর যুবক, তার বিবরণ পড়ে শিউরে উঠেছিলেন সকলে। খুন কাণ্ডে জড়িত অভিযুক্তের নাম মহম্মদ আসিফ খানের খবর রাজ্যে শিরোনামে উঠে এসেছিল। এই হাড়হিম করা হত্যাকাণ্ডের কাহিনী ঘিরে তৈরী হচ্ছে সিনেমা।

কালিয়াগঞ্জের হাড়হিম হত্যাকাণ্ড আবার শিরোনামে। যা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে সিনেমার সেই পোষ্টার। সিনেমার নাম দেওয়া হয়েছে ‘কালিয়াচক চ্যাপ্টার ওয়ান’। এই সিনেমার অফিসিয়াল টিজার রিলিজ হবে ১১ অক্টোবর।
Crime News : রান্না করা মাংস খেয়ে ফেলায় ক্ষোভ! প্রতিবেশীর কুকুরকে গুলি করে মারল যুবক

২০২১ সালে ১৯ জুন সামনে এসেছিল এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডে অভিযুক্ত মহম্মদ আসিফ স্কুলের গণ্ডী না পেরলেও নিজের বাবা, মা, বোন ও ঠাকুমাকে খুনের জন্য ও দেহ লোপাটের জন্য যে ভাবে পরিকল্পনা করেছিলেন তা পাকা মাথার কাজ। জঙ্গি গোষ্ঠীর সঙ্গে অভিযুক্তের যোগাযাগ ছিল বলেও সন্দেহ ছিল তদন্তকারীদের।

Uttar 24 Pargana News : ক্ষেতের মধ্যে হাত-পা বাঁধা-গলাকাটা তরুণীর দেহ, পুড়িয়ে দেওয়া হয়েছে মুখও
২৮ ফেব্রুয়ারি ২০২১ থাকা পরিবারের চার সদস্যের পচাগলা দেহ উদ্ধার হয়। বাড়ির সামনেই রহস্যময় একটা দালান কোঠা বানিয়েছিল খুনে অভিযুক্ত আসিফ। মাটির নীচের ট্যাঙ্কে কফিন বন্দি করে রাখা ছিল আসিফের বাবা জাওয়াদ আলি, মা ইরা বিবি, বোন আরিফা খাতুন এবং ঠাকুমা আলেকজান বিবির দেহ। তাদের দেহ পরে অ্যাসিডে চুবিয়ে গলিয়ে দেওয়ার পরিকল্পনাও সে। ঘুমের ওষুধ খাইয়ে মুখে লিউকোপ্লাস সেঁটে কফিনে পুরে সেই কফিন জলে ভরে দেয় সে। শ্বাসরুদ্ধ হয়ে কাতরাতে কাতরাতে মৃত্যু হয় চারজনের বলে পুলিশ সূত্রে খবর। এমন নারকীয় হত্যাকাণ্ডের পরও কোনও অনুশোচনা ছিল না তাঁর।

Barasat Incident : মাথায় স্ক্রু ড্রাইভার মেরে নৃশংসভাবে খুন, বারাসতের বৃদ্ধার খুনের নেপথ্যে কি শুধুই চুরি?
জানা গিয়েছে, বাংলা ফিল্মস অ্যান্ড সাহি বাংলা প্রোডাকশন-এর প্রযোজক অসীম আকতার এই ঘটনা নিয়েই তৈরি করছে ‘কালিয়াচক চ্যাপ্টার ওয়ান’। এই সিনেমাতে ৫০ জনের বেশি শিল্পী অভিনয় করেছেন। তার মধ্যে ৪০জন পুরুষ শিল্পী ও ১০ জন মহিলা শিল্পী রয়েছেন। পরিচিত মুখের মধ্যে এই ছবিতে রয়েছেন রূপাঞ্জনা মিত্র, পার্থসারথি, দেবপ্রতিম দাশগুপ্ত, দেবপ্রসাদ হালদার।
Siliguri News : মদ খেয়ে বাড়িতে নিয়মিত অশান্তি ছেলের, ‘চরম সাজা’ দিল বাবা
মূল অভিযুক্ত মহম্মদ আসিফের চরিত্রে অভিনয় করছেন প্রযোজক অসীম আখতার। ছবিটি পরিচালনা করবেন রাতুল মুখোপাধ্যায়। এছাড়া রয়েছেন স্থানীয় শিল্পীরা। এই সিনেমাতে মিউজিক দিয়েছেন উত্তরবঙ্গের কানকি এলাকার যুবক ভিকি সিংহ এবং গানগুলো লিখেছেন তাপস সরকার এবং সায়ন্তন। কন্ঠশিল্পী হিসাবে গান করেছেন রাজ বর্মন, সুপ্রতীপ ভট্টাচার্য এবং ভিকি সিং।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *