Kolkata Police Dog Squad : মাংসের সঙ্গে আরও ১৩ পদ! কলকাতার পুলিশ কুকুরদের জন্য রোজ এলাহি খানা – kolkata police dog squad members getting different types of foods


কলকাতা পুলিশের ডগ স্কোয়াডের কথা কথা কারও অজানা নয়। অপরাধীকে খুঁজে বের করার পাশাপাশি, গন্ধ শুঁকে লুকিয়ে রাখা বোমার খোঁজ দিতে এই পুলিশ কুকুরদের জুড়ি মেলা ভার। বোম্ব স্কোয়াডের সক্রিয় সদস্য বা বাহিনীর দেওয়া ‘অ্যাসাইনমেন্ট’ পালনের মধ্যে দিয়ে এদের প্রতিনিয়ত যেতে হয়। সেই কারণে সর্বদা ফিট থাকতে এদের রোজকার খাবারেও ভারসাম্য বজায় রাখা হয়।

কলকাতা পুলিশের ডগ স্কোয়াডে মোট ৪২টি সারমেয় রয়েছে। ১৩ ধরনের খাবারের পাশাপাশি এদের প্রত্যেকের জন্য প্রতিমাসে বরাদ্দ থাকে ৩ কেজি সবজি। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রত্যেক পুলিশ কুকুরের জন্য মাসে ৬ হাজার ৭৫০ টাকা বরাদ্দ থাকে। প্রশিক্ষত রাঁধুনি প্রত্যেকদিন দু’বার করে এই পুলিশ কুকুরদের জন্য রান্না করেন। যাতে সারমেয়রা পুলিশের জন্য সঠিকভাবে কাজ করতে পারে।

দোকানের বদলে বাড়িতেই বানিয়ে ফেলুন পিৎজা, তাও আবার মাইক্রোওভেন ছাড়াই!
কলকাতা পুলিশের এক আধিকারিক এ প্রসঙ্গে বলেন, ‘ভারসাম্য বজায় রেখে ডগ স্কোয়াডের সারমেয়দে খাবার দেওয়াই আমাদের মূল লক্ষ্য। সম্পূর্ণ ও ভারসাম্যযুক্ত ডায়েটে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন এবং মিনারেল বজায় রেখে খাবার দেওয়া হয়। ডগ স্কোয়াডের সারমেয়দের পুষ্টির উপরও বাড়তি নজর দেওয়া হয়েছে।’

Kolkata Police : পুজোর পার্সেল দেওয়ার নামে প্রতারণা, ‘টার্গেট’ মহিলারা! সতর্ক করল পুলিশ
তিনি আরও বলেন, ‘প্রত্যেক বছর সারমেয়দের খাবারের জন্য ডায়েট প্ল্যান তৈরি করা হয়। পুষ্টিবিদরা প্ল্যান তৈরি করেন। খাদ্য তালিকায় গাজর, ব্রকোলি, ডিম, মাংস, দই এবং উন্নতমানের চাল ও ডাল থাকে। বোনলেস মাংসের পাশাপাশি উন্নতমানের হাড়ও পুলিশ কুকুরদের দেওয়া হয়। তবে ডগ স্কোয়াডের সদস্যদের রান্নায় তেল দেওয়া হয় না। কিন্তু রান্নায় নুন, হলুদ ও রসুন দেওয়া হয়। প্রত্যেকদিন মোট খাবারের ২৪ শতাংশ বা ৬০০ গ্রামের পুলিশ কুকুরদের দেওয়ার কথা সুপারিশ করেছে ডিপার্টমেন্ট অব অ্যানিম্যাল নিউট্রিশনের চিকিৎসক ও পুষ্টিবিদরা। ‘

Aadhaar Biometric Lock : বায়োমেট্রিক হাতিয়ে আর্থিক প্রতারণা, ‘হটস্পট’ কলকাতাকে বাঁচাতে অর্থ দফতরকে বার্তা পুলিশের
সম্প্রতি ৪০টি কুকুর কেনার জন্য রাজ্য পুলিশকে ছাড়পত্র দিয়েছে নবান্ন। সূত্রের খবর ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড ব্রিডের কুকুর কেনা হবে। নতুন কেনা কুকুরগুলিকে CISF-কে দিয়ে বিশেষ প্রশিক্ষণ দিয়ে নতুন স্কোয়াড তৈরির পরিকল্পনা করা হয়েছে। ভিআইপিদের নিরাপত্তা থেকে শুরু করে মাদক খোঁজার কাজে এই কুকুরগুলিকে ব্যবহার করা হবে। বারুইপুর, সুন্দরবন, দার্জিলিঙ, কালিম্পং, কোচবিহার সহ একাধিক জেলায় এই পুলিশ কুকুরগুলিকে পাঠানো হবে।

সবার আগে সব খবর পেতে ফলো করুন এই সময় ডিজিটাল। রইল লিঙ্ক :

https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *