Visva Bharati University : রাজ্যের ‘সাড়া’ মেলেনি! ৩ কিমি রাস্তার দাবিতে রাষ্ট্রপতিকে চিঠি বিশ্বভারতীর – visva bharati university vc bidyut chakrabarty has written a letter to president of india droupadi murmu


রাজ্যকে বলে কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ, তাই এবার উপাসনা গৃহের সামনের রাস্তা ফেরত পাওয়ার জন্য রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে চিঠি দিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। মূলত ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ তকমা রক্ষায় যান নিয়ন্ত্রণের জন্য ৩ কিলোমিটার রাস্তাটি বিশ্বভারতীকে দেওয়া হোক, এই মর্মে মুখ্যমন্ত্রীর কাছে রাস্তা ফেরত চেয়ে চিঠি দিয়েও উত্তর না মেলায়, বিশ্বভারতীর পরিদর্শক তথা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি পাঠালেন উপাচার্য।

ওই চিঠিতে উপাচার্য লেখেন, ‘আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ২৫ এবং ৩০ সেপ্টেম্বর ২০২৩-এ চিঠি পাঠিয়ে বিশ্বভারতীর রাস্তা ফিরিয়ে দেওয়ার জন্য আন্তরিক অনুরোধ করেছি, যদিও কোনও উত্তর নেই। তাই বিশ্বভারতীকে রাস্তাটি পুনরায় দিতে আপনার হস্তক্ষেপ ও প্রচেষ্টা প্রার্থনা করছি। ঐতিহ্য রক্ষায় সহযোগিতা করেন।’

Visva Bharati University : বিশ্বভারতীর হেরিটেজ এলাকায় টোটো চলাচল নিয়ন্ত্রণ, তোলা হল অস্থায়ী খাবারের স্টল
সরিয়ে দেওয়া হয় টোটো ও দোকান
এর আগে শনিবার শান্তিনিকেতনের উপাসনা গৃহ, ছাতিমতলা-সহ বিভিন্ন ঐতিহ্যপূর্ণ স্থানগুলির সামনে থেকে টোটো এবং বিভিন্ন খাবারের দোকানগুলিকেও সরিয়ে দেওয়া হয় বিশ্বভারতীর তরফে। এদিন বিশ্বভারতীর নিজস্ব নিরাপত্তা রক্ষীরা, টোটোগুলিকে ছাতিমতলা ও উপাসনা গৃহসংলগ্ন স্থান থেকে সরিয়ে দেন। একইসঙ্গে শান্তিনিকেতনের উপাসনা গৃহের সামনে থেকে সংগীত ভবন পর্যন্ত পর্যটকদের নিয়ে টোটোর যাতায়াতও নিয়ন্ত্রিত করা হয়েছে। বিশ্বভারতীর এই পদক্ষেপ সঠিক বলে মনে করছেন শান্তিনিকেতনে ঘুরতে আসা পর্যটকদের একাংশ।

Santiniketan World Heritage : বিশ্ব হেরিটেজের তকমা পেল শান্তিনিকেতন, ঘোষণা করল ইউনেস্কো
রাস্তা ফিরিয়ে নেয় রাজ্য
উল্লেখ্য, শান্তিনিকেতনের উপাসনা গৃহের সামনে থেকে কালিসায়ের অবধি তিন কলোমিটার রাস্তা রাজ্য সরকারের থেকে আবেদন করে নিজেদের দায়িত্বে নিয়েছিল বিশ্বভারতী। কিন্তু বর্তমান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সঙ্গে বিভিন্ন বিষয়ের সংঘাত তৈরি হওয়ার পর সেই রাস্তা ফের নিজেদের হাতে নেয় রাজ্য সরকার। তারপর থেকেই শান্তিনিকেতনের ওই সমস্ত ঐতিহ্যপূর্ণ স্থানগুলির সামনে টোটো এবং বিভিন্ন খাবারের দোকানের ভিড় থাকত। শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা হওয়ার পর রাস্তা ফেরত চেয়ে আবেদনও জানানো হয় বিশ্বভারতীর তরফে। কিন্তু রাজ্য সরকার সেই বিষয়ে কোনও জবাব দেয়নি বলেই দাবি বিশ্বভারতীর। এরপরেই এদিন চিঠি লিখলেন উপাচার্য।

Chandannagar Museum : বৈপ্লবিক থিমে নির্মাণ নতুন সংগ্রহশালার, অভিনব উদ্যোগ চন্দননগর কলেজে
২০২১ সালে পরিদর্শন
প্রসঙ্গত, গত ১৭ সেপ্টেম্বর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনকে ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ তকমা দিয়েছে ইউনেস্কো। কবিগুরুর স্মৃতি বিজরিত এই জায়গাকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করার পর খুশির হাওয়া ছড়িয়ে পড়ে সমস্তমহলেই। তার আগে ২০২১ সালের অগাস্ট মাসে বিশ্বভারতী শান্তিনিকেতন পরিদর্শনে আসে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির একটি প্রতিনিধিদল। সেই দলেরই মতামতের ভিত্তিতে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় নাম ওঠে শান্তিনিকেতনের।

বীরভূমের আরও খবরের জন্য ফলো করুন এই সময়ের ডিজিটাল চ্যানেল। ক্লিক : https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *