সারাবছরই কলকাতায় ভিড়
কলকাতা রাজ্যের প্রধান শহর। তাই সারা বছরই বিভিন্নকাজে মানুষের ভিড় লেগেই থাকে কলকাতার বুকে। কেউ আসেন কর্মসূত্রে, কেউ বা পড়াশোনার জন্য, কেউ চিকিৎসা করাতে, তো কেউ অন্য কোনও প্রয়োজনে। শুধু মাত্র রাজ্যের বিভিন্ন জেলা বা উত্তরবঙ্গ থেকেই নয়, পার্শ্ববর্তী রাজ্য, এমনকী প্রতিবেশী রাষ্ট্র থেকেও বহু মানুষ ভিড় জমান কলকাতায়। যার জেরে সারা বছরই কর্মব্যস্ত থাকে শহর কলকাতা।
মিটিং-মিছিল লেগেই আছে কলকাতায়
আবার কলকাতার বুকে মিছিল-মিটিং-ধরনা-অবস্থা বা বিক্ষোভও নতুন কিছু নয়। যেমন এখনই কলকাতায় চলছে তৃণমূলের ধরনা অবস্থান। ঠিক এমনই সারা বছর ধরে কোনও না কোনও রাজনৈতিক, ধর্মীয় বা অন্য কোনও সংগঠনের কর্মসূচি চলতে থাকে তিলোত্তমার বুকে। ফলে তার জেরেও অনেক সময় যানজট সৃষ্টির অভিযোগ ওঠে। এছাড়া সামনেই আবার রয়েছে দুর্গাপুজো। ফলে শপিংয়ের জন্য বাড়তি ভিড় রয়েছে কলকাতার রাস্তায়। শহরের বিভিন্ন শপিং মল চত্বর বা বাজার এলাকাগুলিতে প্রতিদিনই ঢল নামছে ক্রেতাদের। এই পরিস্থিতিতে শহরের ভিড় ও যানবাহন নিয়ন্ত্রণ কার্যত চ্যালেঞ্জ কলকাতা ট্রাফিক পুলিশের কাছে।
আজকের ট্রাফিক আপডেট
লালবাজার ট্রাফিক কন্ট্রোল জানাচ্ছে, আজ এখনও পর্যন্ত শহর কলকাতার বুকে যান চলাচল মোটের ওপর স্বাভাবিকই আছে। কোনও দুর্ঘটনারও খবর নেই। দুপুর দেড়টা নাগাদ আরএসএম স্কোয়ার থেকে একটি মিছিল বের হবে, যেটি রফি আহমেদ কিদওয়াই রোড, এস এন ব্যানার্জী রোড হয়ে এগোবে। আর দুপুর ৩টের সময় রয়েছে আরও একটি মিছিল, যেটি লেনিন মূর্তি থেকে বেরিয়ে জে এল নেহেরু রোড, চৌরঙ্গী, হয়ে যাবে হাজরা ক্রসিং পর্যন্ত। এছাড়া আর তেমন কোনও মিটিং মিছিল খবর আজ কলকাতার বুকে নেই।
ট্রাফিক পুলিশের পরামর্শ
যদিও সবক্ষেত্রেই যান চলাচল স্বাভাবিক রাখতে তৎপর কলকাতা ট্রাফিক পুলিশ। একইসঙ্গে দুর্ঘটনা এড়াতে পথচারিদের সিগনাল দেখে রাস্তা পারাপার ও বাইক এবং স্কুটার চালকদের অতি অবশ্যই হেলমেট ব্যবহারের পরামর্শ দিচ্ছে লালবাজার ট্রাফিক কন্ট্রোল।
ট্রাফিকের আরও খবরের জন্য ফলো করুন এই সময়ের ডিজিটাল চ্যানেল। ক্লিক : https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A