App Cab In Kolkata : ‘পাশে না বসলে ঠান্ডা করব কী করে?’ ক্যাব চালকের বিরুদ্ধে কুপ্রস্তাবের অভিযোগ মহিলার – kolkata female lawyer bring allegations of abusing language against a app cab driver


আবারও অ্যাপ ক্যাব চালকের বিরুদ্ধে অভিযোগ। এবার মহালয়ার দিনেই খাস কলকাতায় অ্যাপ ক্যাবে মহিলা আইনজীবীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল। ঘটনায় ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ওই আইনজীবী। তবে এখনও পর্যন্ত অধরা ওই ক্যাব চালক।

ঠিক কী ঘটেছে?
পুলিশ সূত্রে খবর, মহালয়ার দিন দক্ষিণ কলকাতার লেক গার্ডেন্স থেকে একটি ক্যাব ভাড়া করেন ওই মহিলা আইনজীবী। তাঁর গন্তব্য ছিল নাগেরবাজার। কিন্তু তিনি ক্যাবে উঠে দেখেন, এসি বন্ধ রয়েছে। ওই মহিলা ক্যাব চালককে এসি চালানোর জন্য বলেন। কিন্তু ক্যাব চালক সেই কথায় কোনও গুরুত্ব দেয়নি। এরপর ফের মহিলা চালককে এসি চালানোর কথা বলেন। তারপরেই মহিলাকে চালক কুপ্রস্তাব দেয় বলে অভিযোগ। যার জেরে শুরু হয় বচসা। যার জেরে ওই মহিলা ক্যাব থামাতে বলেন ও নামার চেষ্টা করেন। শুরু হয় চিৎকার চেঁচামেচি। অভিযোগ, এরপর চালক নিজের আসেন থেকে এসে, মহিলাকে ঠেলে গাড়ির মধ্যেই ঢোকানোর চেষ্টা করে। তরপর পরিস্থিতি বেগতিক বুঝে সেখান থেকে চম্পট দেয় চালক। ঘটনায় রীতিমতো আতঙ্কে ভুগছেন ওই আইনজীবী।

মহিলা যা জানাচ্ছেন
মহিলা আইনজীবীর অভিযোগ, ক্যাবে ওঠার পরেই তিনি গাড়ির মধ্যে বাজে গন্ধ পান। তাই অস্বস্তি হতেই তিনি চালককে এসি চালাতে বলেন। তখনই চালক তাঁকে কুপ্রস্তাব দেয়। আইনজীবী বলেন, ‘এসি চালানের কথা বলতেই চালক সামনে এসে তার পাশে বসতে বলে। আমি বলে কেন, তোমার পাশে বসতে যাব। তখন চালক বলে, পাশে না বসলে ঠান্ডা করব কী ভাবে? আমি বিপদ বুঝে দরজা খুলে ঝাঁপ দেওয়ার চেষ্টা করি। আমি গাড়ি থেকে নেমে পাছে সবাইকে বলে দিই, তাই গাড়িটি থামিয়ে আমাকে জোর করে ঠেলে গাড়িতে বসানোর চেষ্টা করে ওই চালক। এরপর কোনওরকমে আমি ক্যাব থেকে নামতে পারি।’ এই ঘটনা চলাকালিনই পুলিশের ১০০ নম্বরে ডায়াল করেন তিনি।

App Cab Services : অ্য়াপ ক্যাবের মধ্য়ে মহিলা যাত্রীকে ‘হেনস্থা’ চালকের, কী পদক্ষেপ সংস্থার?
ঘটনায় ইতিমধ্যেই চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও অধরা ওই অভিযুক্ত। প্রসঙ্গত, এর আগেও একাধিকবার ক্যাব চালকের বিরুদ্ধে মহিলা যাত্রীকে হেনস্থার অভিযোগ উঠেছে। যেহেতু সামনেই পুজো, তাই এই সময় ক্যাবের বাড়তি চাহিদা থাকবে। তাই পুজোর মুখে এই ঘটনা দুশ্চিন্তা বাড়াচ্ছে শহরবাসীর।

দিনভর কলকাতার অন্যান্য খবরের জন্য ফলো করুন এই সময় ডিজিটালের হোয়াটস অ্যাপ চ্যানেল। শুধু এখানে ক্লিক করলেই হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *