Bankura News,মর্মান্তিক দুর্ঘটনা বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়কে! প্রতিবাদে অবরোধ, দুর্ভোগে যাত্রীরা – peoples blocked bankura durgapur state highway road for an accident took place


বাজারে সবজি বিক্রি করতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু। রাস্তায় মৃতদেহ ফেলে রেখে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ স্থানীয়দের। সপ্তাহের শুরুর দিনেই তীব্র যানজট জাতীয় সড়কে। দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। অন্যদিকে, বেপরোয়া যান চলাচল নিয়ে অভিযোগ তুলে ক্ষোভ স্থানীয়দের।

কী জানা যাচ্ছে?

মাঠ থেকে সবজি তুলে সাইকেলে চাপিয়ে বাজারে বিক্রি করতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক কৃষকের। আজ ভোরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কে বিকনা কর্মতীর্থের সামনে। মৃতের নাম গৌতম সিংহ। বাড়ি স্থানীয় কুড়ারিয়া গ্রামে। ঘাতক গাড়িটিকে চিহ্নিত করা ও মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে রাস্তায় মৃতদেহ ফেলে রেখে প্রায় দেড় ঘন্টা ধরে রাজ্য সড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা।

কী ভাবে ঘটল দুর্ঘটনা?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো সোমবার ভোরে মাঠ থেকে সবজি তুলে সাইকেলে করে সেই সবজি বাঁকুড়া শহরের বাজারে বিক্রি করতে যাচ্ছিলেন কুড়ারিয়া গ্রামের গৌতম সিংহ। বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক ধরে বাঁকুড়ার দিকে যাওয়ার পথে বিকনা কর্মতীর্থের কাছে একটি গাড়ি তাঁকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। এরপর ওই গাড়ির চাকায় তাঁর মাথা ও পা পিষ্ট হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশের ভূমিকায় উঠেছে প্রশ্ন। এরপরই ঘাতক গাড়িটি চম্পট দেয়। ঘটনার সময় কাছাকাছি কেউ না থাকায় গাড়িটি চিহ্নিত করা যায়নি।

স্থানীয়দের বিক্ষোভ

স্থানীয়রা রাস্তার উপর গৌতম সিংহর রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে বাঁকুড়া সদর থানায় খবর দেন। খবর দেওয়ার প্রায় ৪৫ মিনিট পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। মৃতদেহ রাস্তায় ফেলে শুরু হয় পথ অবরোধ। উত্তেজিত জনতা একটি অটোর কাঁচও ভাঙ্গে। এলাকাবাসীর দাবি একদিকে রাস্তার বেহাল দশা আর অন্যদিকে পুলিশের নজরদারীর অভাবে যানবাহনের বেপরোয়া গতির কারনেই বারংবার এমন দুর্ঘটনা ঘটছে।

Howrah Road Accident: মহালয়ার দিনে মর্মান্তিক দুর্ঘটনা হাওড়ায়! দুটি গাড়ির সংঘর্ষে মৃত ১, আহত একাধিক
স্থানীয়দের বিক্ষোভের জেরে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক তীব্র যানজটের সৃষ্টি হয়। সোমবার সকালেই দুর্ভোগের মধ্যে পড়তে হয় যাত্রীদের। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। উল্লেখ্য, দুর্গাপুরের মুচিপাড়ার ১৯ নম্বর জাতীয় সড়কের বর্ধমানগামী লেনে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বাইকের সঙ্গে তেলের ট্যাংকারের সংঘর্ষে প্রাণ হারান বাইক আরোহী। ক্ষিপ্ত জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। অবরুদ্ধ হয় জাতীয় সড়কের বর্ধমানগামী লেন।

নতুন খবর প্রতি মুহূর্তে পেতে চান? এই সময় ডিজিটালের হোয়াটস্যাপ চ্যানেল, ক্লিক করুন এখানে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *