কী জানা যাচ্ছে?
বাসন্তীতে সকালে এক মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকার স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী থানার শঙ্কর মোড় এলাকায়। বাসন্তী থানার শংকর মোড় এলাকায় রাস্তার পাশে জলা জমিতে ওই মহিলার দেহ পড়ে ছিল। দেহটি দেখা মাত্রই বাসন্তী থানার পুলিশকে খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থলে আসে পুলিশ।
পুলিশ কী জানাচ্ছে?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহের পরিচয় এখনও জানা যায়নি। মহিলার গলায় ওড়না দিয়ে বাঁধা ছিল। স্থানীয়দের দাবি, তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। তারপরেই জলাশয়ে ফেলে দেওয়া হয়েছে। পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে। আজই দেহ মময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
স্থানীয়রা কী জানাচ্ছেন?
স্থানীয় এক বাসিন্দা জানান, সকালে কাজের জন্য বেরিয়ে জলা জমির পাশ দিয়ে যাচ্ছিলাম। সেই সময় হঠাৎ হলুদ রঙের পোশাক পরিহিত একটি মহিলার দেহ পড়ে থাকতে দেখা যায়। মহিলার গলায় একটি ওড়না প্যাঁচানো ছিল। বিষয়টি জানাজানি হতেই আশেপাশের লোকজন জড়ো হয়ে যায়। তবে মহিলাটিকে কেউ চিনতে পারেনি। অন্য জায়গায় হত্যা করে এখানে ফেলে দিয়ে যাওয়া হয়েছে বলেই ধারণা। কে বা কারা এরকম ঘটনা ঘটলো, পুলিশ তদন্ত করে বের করুক বলে আর্জি জানিয়েছেন বাসিন্দারা।
মৃতদেহ উদ্ধার
সোমবার এহেন একটি ঘটনা ঘটে মালদা জেলার কুশিদা গ্রামে। হরিশচন্দ্রপুর থানা এলাকায় ধানক্ষেত থেকে এক মহিলার দেহ উদ্ধার করা হয়। মহিলার হয়ে একাধিক ক্ষতচিহ্ন ছিল। দেহের পাশেই পড়েছিল অ্যাসিডের বোতল, গর্ভনিরোধক ট্যাবলেট এবং একটি ধারালো অস্ত্র। মহিলার মুখ অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। পুজোর মুখে এরকম একের পর এক ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ছে বিভিন্ন জেলায়। একের পর এক খুনের ঘটনায় আতঙ্কিত জেলার বাসিন্দারাও।
নতুন খবর খুঁজছেন? মোবাইলে পাবেন আপডেট। এই সময় ডিজিটালের হোয়াটস্যাপ চ্যানেল, ক্লিক করুন এখানে