চতুর্থীর ট্রাফিকের হালহকিকত
কলকাতা ট্রাফিক পুলিশের লালবাজার কন্ট্রোল রুম জানিয়েছে, এই মুহূর্তে শহর কলকাতায় ট্রাফিক সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। কোথাও কোনও বড় ধরনের দুর্ঘটনার খবর নেই বলে জানিয়েছে লালবাজার। শহরের যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। লালবাজার ট্রাফিক পুলিশ জানিয়েছে, দুপুর ২টোর পর থেকে রাস্তায় ভিড় বাড়বে। তা নিয়ন্ত্রণের জন্য বিশেষ বন্দোবস্ত করা হয়েছে।
অন্যদিকে বিমানবন্দর যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা EM bypass ও VIP রোডে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। বড় ধরনের কোনও যান জটের খবরও নেই।
কলকাতায় মিটিং মিছিল
কলকাতা পুলিশের লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম জানিয়েছে বুধবারের কলকাতা কোনও বড় ধরের রাজনৈতিক সমাবেশ বা মিটিং মিছিল নেই। তবে বেলা ১টার সময় একটি ছোটো মিছিল রয়েছে। যার কারণে পাসপোর্ট অফিস, বেঙ্গল চেম্বার অব কমার্স ও টি বোর্ড এলাকার ট্রাফিক সাময়িকভাবে প্রভাবিত হতে পারে।
ট্রাফিক পুলিশের পরামর্শ
পুজোর সময় রাস্তা উত্তরোত্তর ভিড় বাড়বে। এই অবস্থায় জনসাধারণকে ট্রাফিক সিগন্যাল মেনে রাস্তা পারাপারের পরামর্শ দিয়েছে লালবাজার। রাস্তা পারপারের সময় জেব্রা ক্রসিং মেনে পার হওয়ার পরমার্শ দেওয়া হয়েছে গাড়ি ও মোটরবাইক চালকদের ট্রাফিক সিগন্যাল মেনে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছে লালবাজার। বাইক চালকদের হেলমেট পরা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে।
দিনের বিশেষ বিশেষ খবর জানতে যোগ দিন এই সময় ডিজিটালের হোয়াটসঅ্যাপ চ্যানেলে। এখানে ক্লিক করুন।