Durga Puja Kolkata Traffic : চতুর্থীর সকালে ট্রাফিক জ্যামে জেরবার! বসের বকুনি এড়াতে কোন রাস্তা ধরবেন? – kolkata police lalbazar control room shares citys traffic update of durga puja choturthi


রবিবার প্রতিপদের দিন থেকে ঠাকুর দেখার জন্য রাস্তায় ঢল নেমেছিল। দ্বিতীয়া ও তৃতীয়াতেও পরিস্থিতিতে খুব বেশি বদল হয়নি। মণ্ডপে মণ্ডপে উৎসুক মুখদের ভিড়। চতুর্থীর দিন থেকে কলকাতার রাস্তায় ভিড়ের চাপ আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। ভিড়ে কারণে শহরের বিভিন্ন অংশে যান চলাচলের গতি স্তব্ধ হয়েছে। ভিড় মোকাবিলায় কলকাতা ট্রাফিক পুলিশের তরফেও একাধিক পদক্ষেপ করা হয়। চতুর্থীতে ভিড়ের চাপ আরও বাড়তে পারে বলেই মনে করছে পুলিশ। এই অবস্থায় বুধবারের ট্রাফিক নিয়ে ঠিক কী জানাল লালবাজার? এক নজরে দেখে নেওয়া যাক।

চতুর্থীর ট্রাফিকের হালহকিকত

কলকাতা ট্রাফিক পুলিশের লালবাজার কন্ট্রোল রুম জানিয়েছে, এই মুহূর্তে শহর কলকাতায় ট্রাফিক সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। কোথাও কোনও বড় ধরনের দুর্ঘটনার খবর নেই বলে জানিয়েছে লালবাজার। শহরের যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। লালবাজার ট্রাফিক পুলিশ জানিয়েছে, দুপুর ২টোর পর থেকে রাস্তায় ভিড় বাড়বে। তা নিয়ন্ত্রণের জন্য বিশেষ বন্দোবস্ত করা হয়েছে।

Mamata Banerjee : কলকাতার রাস্তার নামবদল! সুব্রতকে স্মরণীয় করে রাখতে বড় ঘোষণা মমতার
অন্যদিকে বিমানবন্দর যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা EM bypass ও VIP রোডে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। বড় ধরনের কোনও যান জটের খবরও নেই।

কলকাতায় মিটিং মিছিল

কলকাতা পুলিশের লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম জানিয়েছে বুধবারের কলকাতা কোনও বড় ধরের রাজনৈতিক সমাবেশ বা মিটিং মিছিল নেই। তবে বেলা ১টার সময় একটি ছোটো মিছিল রয়েছে। যার কারণে পাসপোর্ট অফিস, বেঙ্গল চেম্বার অব কমার্স ও টি বোর্ড এলাকার ট্রাফিক সাময়িকভাবে প্রভাবিত হতে পারে।

ট্রাফিক পুলিশের পরামর্শ

পুজোর সময় রাস্তা উত্তরোত্তর ভিড় বাড়বে। এই অবস্থায় জনসাধারণকে ট্রাফিক সিগন্যাল মেনে রাস্তা পারাপারের পরামর্শ দিয়েছে লালবাজার। রাস্তা পারপারের সময় জেব্রা ক্রসিং মেনে পার হওয়ার পরমার্শ দেওয়া হয়েছে গাড়ি ও মোটরবাইক চালকদের ট্রাফিক সিগন্যাল মেনে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছে লালবাজার। বাইক চালকদের হেলমেট পরা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে।

দিনের বিশেষ বিশেষ খবর জানতে যোগ দিন এই সময় ডিজিটালের হোয়াটসঅ্যাপ চ্যানেলে। এখানে ক্লিক করুন



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *