Raj Kundra UT69,জেল জীবন পর্দায়! UT 69 নিয়ে এবার হাজির অভিনেতা রাজ কুন্দ্রা – raj kundra debut as actor with ut 69 film on his life in jail watch video


Embed

রাজ কুন্দ্রা এবার অভিনয়ে পা দিলেন। নিজের জীবনের সঙ্গে ঘটে যাওয়া দুঃসময়কেই এবার পর্দায় নিয়ে এলেন রাজ। রবিনা ট্যান্ডনের স্বামী অনিল থান্ডানির সঙ্গে মিলে UT 69 ছবি রিলিজ করছেন রাজ। অশালীন ছবি তৈরির সঙ্গে নাম জড়িয়ে যায় শিল্পা শেট্টির স্বামীর। ২০২১ সালের জুলাই মাসে গ্রেফতার হন তিনি। সে বছরই সেপ্টেম্বর মাসে জামিনে মুক্তি পান রাজ কুন্দ্রা। জেল জীবনের সেই অভিজ্ঞতাই এবার পর্দায় ফুটিয়ে তুললেন রাজ। দু’বছর পর মাস্কের পিছন থেকে ফের একবার মুখ দেখালেন শিল্পার স্বামী। ৩ নভেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবিটি। নেটিজেনের মন কেড়ে নিল পথ শিশুর সঙ্গে রাজের ব্যবহার। প্রায় ২ বছর নিজেকে জনসমক্ষে মাস্কের আড়ালে রাখার পর বেরিয়ে এলেন মুখোশের পিছন থেকে। ইতিমধ্যেই UT69 ছবি নিয়ে শুরু হয়ে গিয়েছে চর্চা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *