Kalyani ITI More Durga Puja 2023 : জন সুনামি কল্যাণী আইটিআই ক্লাবের পুজোয়, রাতের স্পেশাল ট্রেনে সবার গন্তব্যই লুমিনাস! – kalyani iti more durga puja 2023 committee expecting more visitors for last two days


লাখ লাখ মানুষের ভিড় হচ্ছে কল্যাণীর আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের পুজোয়। সপ্তমীর রাতে দর্শনার্থীর সংখ্যা লাখ ছাড়িয়ে গিয়েছিল বলে জানালেন উদ্যোক্তারা। তবে ভিড় এড়াতে ইতিমধ্যে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে আপ লোকাল ট্রেন দাঁড়াবে না বলে ঘোষণা করা হয়। তারপরেও ভিড় দেখে উচ্ছ্বসিত উদ্যোক্তারাও।

রাতের দিকে বাড়ছে ভিড়

সপ্তমীর রাত থেকে ভোর চারটে পর্যন্ত কয়েক লাখ লোক এসেছেন বলে দাবি করছেন উদ্যোক্তারা। এমনকি, ঘোষপাড়া স্টেশনে লোকাল ট্রেন না থামানো হলেও ভিড়ের পরিমাণ দেখে অবাক হয়ে গিয়েছে উদ্যোক্তারা। তবে ট্রেনের সংখ্যা বাড়ানোর ব্যাপারে ক্লাবের তরফে কোনও আবেদন করা হয়নি।

ভিড় কেমন?

উদ্যোক্তারা জানালেন, সপ্তমী থেকে আজ ভোর সাড়ে চারটে পর্যন্ত ভিড় ছিল। কল্যাণী রোড প্রায় অবরুদ্ধ। আমাদের অনুমান, কয়েক লাখ লোক এসেছেন আইটিআই মোড়ের পুজো দেখতে। আগামী দুদিন আরও ভিড়ের পারবে বলেই মনে করা হচ্ছে। ভিড় সামলাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে উদ্যোক্তাদের।

সেরার সেরা পুজো

দু’দিন আগেই বিশ্ববাংলা শারদ সম্মান ২০২৩-এর জেলা ভিত্তিক ফলাফল ঘোষণা করা হয়েছে। নদিয়া জেলায় সেরার সেরা হয়েছে কল্যাণীর লুমিনাস ক্লাব ও আইটিআই মোড় ব্যবসায়ী সমিতির পুজো। এমনিতেই মণ্ডপের থিম জানার পর থেকে দর্শনার্থীদের মধ্যে উন্মাদনা প্রচুর। সেরার সেরা ঘোষণা হওয়ার পর থেকে ভিড়ের পরিমাণ দ্বিগুণ হয়েছে।

বাড়তি আকর্ষণ লেজার শো

এবার Grand Lisboa Macau আদলে মণ্ডপ নির্মাণ করছেন আইটিআই লুমিনাস ক্লাব। পুজো মণ্ডপের পাশাপাশি লেজার শো এই পুজোর বিশেষ আকর্ষণ পুজো উদ্যোক্তাদের কাছে। কলকাতায় একাধিক পুজোয় লেজার শো বা লাইট শো বন্ধ করে দেওয়া হয়েছে। তবে আইটিয়াইয়ের পুজো নিয়ে লুমিনাস ক্লাবের সম্পাদক অমিত বিশ্বাস জানালেন, লেজার শো নিয়ে আমাদের কোনও অসুবিধা হয়নি। কোনও অভিযোগ আসেনি। প্রতিদিন লাইট শো চলছে।

Kalyani ITI More Pandal 2023 Budget : কল্যাণীর আইটিআই মোড়ের পুজোয় জনপ্লাবন, এবার বাজেট কত?
Grand Lisboa Macau হোটেলের ন্যায় প্রায় হুবহু মণ্ডপ গড়ে তুলেছে আইটিআই মোড়ের লুমিনাস ক্লাব। এবারে তাঁদের বাজেট ৫৫ লাখ টাকা। ছোট বড় মাপের বিভিন্ন কাঁচ দিয়ে নির্মাণ করা হয়েছে এই মণ্ডপ। পাশাপাশি, আলোর খেলা দেখে মুগ্ধ হচ্ছেন দর্শকরা। ভিড় সামলাতে মণ্ডপের কাছেই তৈরি হয়েছে আলাদা পুলিশ ক্যাম্প। আগামী দিন দুদিন ভিড় সব রেকর্ড ভেঙে দেবে বলেই ধারণা উদ্যোক্তাদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *