Murshidabad News : অষ্টমীর রাতে নৃশংস ঘটনা মুর্শিদাবাদে, প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে খুনের অভিযোগ – murshidabad police investigating a case for unnatural death of a man at islampur


অষ্টমীর রাতে নৃশংস হত্যার ঘটনা মুর্শিদাবাদ জেলার ইসলামপুরে। এক ব্যবসায়ীকে কুপিয়ে খুন করার অভিযোগ। নিহত ব্যবসায়ীর নাম সফিকুল ইসলাম। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুজোর রাতেই এরকম ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

কী জানা যাচ্ছে?

ভরা বাজারের মাঝেই এক ব্যাবসায়ীকে কুপিয়ে খুনের ঘটনা। ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার অন্তর্গত শিশাপাড়া ক্লাবের মোড়ে। এক ব্যবসায়ীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় হইচই পড়ে যায় গোটা এলাকায়। কেন এই হত্যার ঘটনা সে সম্বন্ধে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না স্থানীয় বাসিন্দারা।

কী ভাবে ঘটল ঘটনা?

জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা আটটা নাগাদ , সফিকুল ইসলাম নামের ওই ব্যাবসায়ী শিশাপাড়া ক্লাবের মোড়ে একটি মুদিখানার দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এমত অবস্থায় টিয়ারুল (পানসু) নামের এক ব্যক্তি এসে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা করে। এলোপাথাড়ি কোপে সেখানেই লুটিয়ে পড়ে সফিকুল ইসলাম।

এরপর কী হল?

প্রকাশ্যে এভাবে এক ব্যক্তিকে কোপানোর ঘটনায় হইচই পড়ে যায় এলাকায়। তড়িঘড়ি বজারের লোকজন এসে সফিকুল ইসলামকে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পর থেকে হামলাকারী ব্যাক্তি পলাতক। কি কারণে এই খুন, তা এখনও জানা যায়নি । ঘটনার খবর পেয়ে ইসলামপুর থনার পুলিশ এসে পুরো ঘটনার তদন্ত করছে।

স্থানীয়রা কী বলছেন?

এক প্রত্যক্ষদর্শী জানান, আমি স্থানীয় একটি দোকানের সামনেই দাঁড়িয়ে ছিলাম। সফিকুল কিছুটা দূরেই ছিল। হঠাৎ একজন এসে ওঁর গলায় তিনটি কোপ মারে। এরপরেই সেখান থেকে পালিয়ে যায় সে। সফিকুল যন্ত্রণায় কাতরাতে থাকে। এরপর আমি আশেপাশের লোকজনকে ডাকাডাকি করি। এরপরেই ওঁকে ধরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Durga Puja VIP Pass 2023 : মোটা টাকায় পুজো মণ্ডপের ‘টিকিট’ বিক্রির রমরমা, বন্ধ করল জেলা প্রশাসন
তবে ঠিক কি কারণে এই ঘটনা সে সম্বন্ধে কেউই কিছু বলতে পারছে না। সফিকুল নামের ওই ব্যক্তির সঙ্গে কারও ব্যক্তিগত কোনও শত্রুতা ছিল কিনা না আর্থিক লেনদেনের কোনও কারণে তাঁর উপর কেউ চড়াও হয়েছিল কিনা, সবকিছুই খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ জানিয়েছে, স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন এমন ঘটল তদন্ত করে দেখা হচ্ছে। তবে পুজোর মাঝেই এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। প্রকাশ্যে এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *