Puja Carnival 2023 : দুর্গাপুজোর শোভাযাত্রা লাইভ! ঘরে বসেই আপনার শহরের ঠাকুর দেখুন এক ক্লিকেই – puja carnival 2023 live from all districts of west bengal


পুজো শেষে এবার কার্নিভ্যালের পালা। জেলার সেরা পুজো কমিটিগুলি তাঁদের প্রতিমা নিয়ে কার্নিভ্যালে অংশগ্রহণ করবে। বিকেল থেকেই শুরু হয়ে গিয়েছে একাধিক জেলায় পুজো কার্নিভ্যাল। বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজনের মাধ্যমে বিদায় জানানো হচ্ছে এবারের দুর্গোৎসবকে। মন খারাপের মাঝেও আকর্ষণীয় কার্নিভ্যাল অনুষ্ঠানকে ঘিরে প্রতিটি জেলাতেই ছিল দর্শকদের উন্মাদনা। দেখে নিন একজনরে…

পশ্চিম মেদিনীপুরের কার্নিভ্যাল

রাজ্য প্রশাসনের নির্দেশে আজকের দিনটিতে জেলায় জেলায় কার্নিভ্যাল আয়োজনের দিন হিসেবে নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনা জেলার ৪ জায়গায় দু’দিন ধরে কার্নিভ্যালের আয়োজন করা হয়েছে। বুধবার বসিরহাটের দশটি সেরা প্রতিমা কার্নিভ্যালে অংশ নিয়েছিল। আজ, বৃহস্পতিবার ব্যারাকপুর, পানিহাটি, বারাসতে হবে কার্নিভ্যালের অনুষ্ঠান।

পূর্ব মেদিনীপুরের কার্নিভ্যাল


জেলায় জেলায় কার্নিভ্যাল

অন্যদিকে, হাওড়া জেলার সেরা পুজোগুলিকে নিয়ে হাওড়ার ফোরশোর রোডে কার্নিভ্যাল হবে। হুগলির জেলা সদর চুঁচুড়ায় কার্নিভ্যালের অনুষ্ঠান আছে। জেলার আঠেরোটি পুজো এই কার্নিভ্যাল অনুষ্ঠানে যোগ দেবে। পূর্ব মেদিনীপুরের কার্নিভ্যাল তমলুক অনুষ্ঠিত হচ্ছে। জেলার ১৮টি পুজো অংশ নিচ্ছে কার্নিভ্যালে। হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে পুরনো ডিএম অফিসের সামনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উত্তরবঙ্গের শিলিগুড়ি জেলাতেও সেরা পুজো গুলি নিয়ে কার্নিভ্যাল অনুষ্ঠিত হচ্ছে। সেজে উঠেছে মহাত্মা গান্ধী চক-চত্বর।

পূর্ব বর্ধমান জেলার কার্নিভ্যাল


নতুন কার্নিভ্যাল অনুষ্ঠান

বেশ কিছু জেলায় এবার প্রথম বারের জন্য কার্নিভ্যাল অনুষ্ঠান হচ্ছে। যেমন, পশ্চিম বর্ধমান জেলায় এবার দুটি আলাদা কার্নিভ্যালের আয়োজন করা হয়েছে। একটি দুর্গাপুরে এবং একটি আসানসোলে।

দক্ষিণ ২৪ পরগনার জেলার কার্নিভ্যাল


আসানসোলের কার্নিভ্যাল


সে কারণে প্রথমবারের জন্য এবার কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে আসানসোল জেলায়। এছাড়াও জলপাইগুড়ি জেলা এবার প্রথম কার্নিভ্যাল অনুষ্ঠানে অংশ নিয়েছে। উত্তরবঙ্গে দুই দিনাজপুর এবং কোচবিহার জেলাতেও কার্নিভ্যাল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উত্তর ২৪ পরগনার জেলার কার্নিভ্যাল


উত্তর থেকে দক্ষিণ বর্ণাঢ্য আয়োজন

অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনা জেলায় ৪টি ভাগে কার্নিভ্যাল এর অনুষ্ঠান হচ্ছে। জেলার ৪টি লোকসভা অন্তর্গত যাদবপুর কেন্দ্রের কার্নিভ্যাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বারুইপুরের টংতলায়৷ এছাড়া মথুরাপুর লোকসভা কেন্দ্রের জন্য দুর্গাপুজো কার্নিভ্যাল হবে কাকদ্বীপের গোলপার্কে, জয়নগর কেন্দ্রের ক্যানিংয়ে নতুন বাস টার্মিনাস ডায়মন্ড হারবারের একটি কার্নিভ্যাল হবে।

হাওড়া জেলার কার্নিভ্যাল

বাঁকুড়া জেলার কার্নিভ্যাল

ডায়মন্ড হারবারে হুগলি নদীর তীরে হবে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে মোট ৭৭টি পুজো এই অনুষ্ঠান গুলোতে অংশ গ্রহণ করবে। তবে জেলায় জেলায় কার্নিভ্যাল অনুষ্ঠানের কারণে মোতায়ন করা হয়েছে কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। ঘাটগুলিতে অতিরিক্ত পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। থাকছে ড্রোনের মাধ্যমে নজরদারির ব্যবস্থাও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *