Puja Carnival 2023 : বর্ধমানে হাজির দুই বলি তারকা, কার্নিভ্যালে ছাপিয়ে গেল ভিড়ের রেকর্ড – puja carnival 2023 of bardhaman celebrated with two bollywood stars


দুর্গাপুজোকে কেন্দ্র করে জেলায় জেলায় অনুষ্ঠিত হচ্ছে পুজোর কার্নিভ্যাল। পাশাপাশি বর্ধমানেও জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে মা কার্নিভাল আর সেখানেই হাজির দুই বলিউড তারকা আসরানি এবং ভাগ্যশ্রী। দুই তারকার উপস্থিতিতে জমজমাট বর্ধমানের পুজোর শোভাযাত্রার অনুষ্ঠান।

বর্ধমান কার্নিভ্যাল

বর্ধমানে জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার বিকেল থেকে কার্নিভালের শোভাযাত্রা শুরু হয়। তাই মঙ্গলবার থেকেই কার্নিভ্যালের জন্য মূল মঞ্চ রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে বিভিন্ন ধরনের প্রস্তুতির কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখেছেন জেলাশাসক থেকে পুলিশ সুপার ও জেলা প্রশাসনের আধিকারিকরা।

শোভাযাত্রায় যান নিয়ন্ত্রণ

বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস জানিয়েছেন, গতবছর থেকে বর্ধমান শহরে মা কার্নিভ্যাল শুরু হয়েছে। গতবছর কার্নিভ্যাল মূল মঞ্চে হাজির হয়েছিলেন বলিউডের খ্যাতনামা অভিনেতা চাঙ্কি পাণ্ডে। তাই এবছরেও বর্ধমানবাসীর জন্য বলে মূল মঞ্চে হাজির থাকবেন আসরানি ও ভাগ্যশ্রী পাটবর্ধন।

প্রচুর মানুষের ভিড়

বর্ধমান শহরের নীলপুর মোড় থেকে এই কার্নিভ্যাল শুরু হয়ে কার্জন গেটের সামনে জিটিরোড হয়ে পুরসভার মোড়ে শেষ হবে। মোট ২৬টি পূজা মণ্ডপকে সঙ্গে নিয়ে বিকেলে অনুষ্ঠিত হবে মা কার্নিভাল। এবারের বর্ধমান জেলার সেরার সেরা পুজো গুলি অংশ নেয় এই কার্নিভ্যালে। কাতারে কাতারে মানুষ কার্নিভ্যাল অনুষ্ঠান দেখতে হাজির হন কার্জন গেটের কাছে। পাশাপাশি, দুই বলিউড তারকাকে সামনে থেকে দেখার উৎসাহ ছিল তো বটেই।

Bardhaman Durga Puja Carnival : পুজোর কার্নিভালে বর্ধমান শহরে যান নিয়ন্ত্রণ, জানুন কোন রুটে বন্ধ গাড়ি
বর্ধমান শহরে একাধিক পুজোয় এবার নজরকাড়া থিম ছিল। বিভিন্ন পুজোয় রকমারি থিম দেখে আপ্লুত হন দর্শকরা। তবে পুজোর বিদায় বেলায় শ্রেষ্ঠ থিমের পুজো গুলি শেষবারের মতো দেখতে এদিন ভালো ভিড় হয় শোভা যাত্রা অনুষ্ঠানে। তবে বর্ধমান পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয় পুজোর চারদিন সেরকম বড় কোনও অপ্রীতিকর দুর্ঘটনা ঘটেনি শহরে। মোটের উপর নির্বিঘ্নে কেটেছে শহরবাসীর পুজো।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমান জেলায় চলতি বছর মোট ৩৪৫৫ টি পুজো মণ্ডপ এবং কমিটিকে অনুদান দিয়েছে রাজ্য সরকার। বর্ধমান মহকুমা এলাকায় এবারে পুজোর সংখ্যা ছিল ২৬৮ টা। শহরের একাধিক প্রান্তে মায়ানমারের মন্দির থেকে বেনারসের ঘাট, সুন্দরবন থেকে কেদারনাথ মন্দির একাধিক থিম তৈরি করা হয় বিভিন্ন মণ্ডপে। সেই সমস্ত সেরা থিম পুজোর প্রতিমা শেষবারের মতো দেখে নেওয়ার জন্য এদিন জমজমাট হয়ে ওঠে শোভাযাত্রার অনুষ্ঠান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *