Birbhum News : ফিরল সুতপা হত্যাকাণ্ডের স্মৃতি! সাঁইথিয়ায় প্রকাশ্যে কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টা, আটক অভিযুক্ত – birbhum college student girl stabbed a boy on road at sainthia


ফিরে এল সুশান্ত কাণ্ডের ছায়া! রাস্তায় এক কলেজ ছাত্রীকে একের পর এক কোপ। ঘটনা বীরভূম জেলার সাঁইথিয়ায়। এমনকি, সেই ছাত্রীকে বাঁচাতে গেলে স্থানীয় এক দোকানদারকে কোপ মারা হয় বলেও অভিযোগ। অভিযুক্ত যুবককে ইতিমধ্যে আটক করেছে পুলিশ। আহত ছাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কী জানা যাচ্ছে?

বুধবার বিকেলে সাঁইথিয়ার তালতলা মোড়ের কাছে ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, কলেজ থেকে ফেরার পথে বাস ধরার জন্য অপেক্ষা করছিলেন ওই ছাত্রী। সেই সময়ই এক যুবক হঠাৎ এসে তাঁর উপর আক্রমণ চালায়। অভিযুক্ত যুবক বাইকে করে আসে। দুই জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এর পরেই বাইকের টুলবক্স থেকে ধারলো অস্ত্র বের করে যুবক। যুবতীর উপর ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে বলে অভিযোগ। পুরো ঘটনাটি কাছ থেকে স্থানীয় এক মিষ্টি বিক্রেতা দেখতে পান। তিনি দোকান ছেড়ে বেরিয়ে এসে ছাত্রীটিকে বাঁচানোর চেষ্টা করেন। তখন অভিযুক্ত তাঁর উপরও আক্রমণ করে বলে অভিযোগ।

স্থানীয়রা কী জানাচ্ছেন?

স্থানীয়রা জানাচ্ছেন, বিষয়টি লক্ষ্য করার পরেই ঘটনাস্থলে প্রচুর লোকজন জড়ো হয়ে যায়। তাঁরা অভিযুক্ত ছেলেটিকে ধরে ফেলে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে ছাত্রীকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। অভিযুক্ত ছেলেটিকে আটক করে নিয়ে যায় পুলিশ

পুলিশ কী জানাচ্ছে?

পুলিশ সূত্রে খরব, আটক হওয়া ছেলেটির নাম নাজিবুল হক। তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। অভিযুক্ত যুবকের বাড়ি ছাত্রীর গ্রামের পাশের গ্রাম ছোটতুড়িতে। কেন এমন সে কাণ্ড ঘটালো সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ছেলেটির সঙ্গে মেয়েটির আগে কোনও পরিচয় ছিল কিনা, কোনও সম্পর্কজনিত কারণে এই কাণ্ড ঘটানো হয়েছে কিনা সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Birbhum News : নিজের বিয়ের এক সপ্তাহ আগে কুতুবুদ্দিনকে খুন ‘স্টোনম্যান’ মোবারকের, ‘মধ্যমণি’ যৌনকর্মীর খোঁজে পুলিশ

উল্লেখ্য, গত বছরই কলেজ ছাত্রীকে কুপিয়ে খুন করার ঘটনায় উত্তাল হয়েছিল গোটা রাজ্য। মুর্শিদাবাদ জেলার বহরমপুরে সুতপা চৌধুরী নামে এক কলেজ ছাত্রীকে প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুন করা হয়। ঘটনায় অভিযুক্ত ওই ছাত্রীর প্রাক্তন প্রেমিক সুশান্ত চৌধুরীকে গ্রেফতার করা হয়েছিল। গত অগাস্ট মাসেই স্বঘোষিত সেই প্রেমিক সুশান্ত চৌধুরীকে মৃত্যুদণ্ডের সাজা শোনায় আদালত। বহরমপুর আদালতের ফাস্ট ট্রাক কোসওয়াল জবাবের পর সুশান্তকে মৃত্যুদণ্ডের সাজা দেয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *