Boro Maa Naihati : দীপান্বিতা অমাবস্যার জন্য আজ থেকেই নৈহাটির বড়মাকে দেওয়া যাবে পুজো, কী দেবেন-কী দেবেন না? – naihati kali puja 2023 famous bara ma idol is preparing for puja know puja rules


শতবর্ষে নৈহাটির বড়মা। ইতিমধ্যেই প্রতিষ্ঠা হয়েছে বড়মার নতুন মন্দির, তা উদ্বোধনও হয়ে গিয়েছে। অন্যদিকে আবার পুজোর জন্য বড়মার প্রতিমা তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে। এরই মাঝে এবারের বড়মার পুজোর বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে দিল নৈহাটি বড় কালী পূজা সমিতি ট্রাস্ট।

ট্রাস্টের তরফে পরামর্শ
ট্রাস্টের সম্পাদক তাপস ভট্টাচার্য এক ফেসবুক ভিডিওতে জানিয়েছেন, আগামী ১২ তারিখ হতে চলেছে বড়মার পুজো। তিনি জানান, এই বছর ৪ নভেম্বর শনিবার থেকে শুরু পুজো নেওয়া। তবে ৪ থেকে ৯ তারিখের মধ্যে পুজো দেওয়ার ক্ষেত্রে কোনওরকম ফল বা মিষ্টি না দেওয়ার পরামর্শই দেওয়া হচ্ছে। এই সময়ের মধ্যে শাড়ি, গয়না ও আলতা-সিঁদুর কাউন্টারে জমা দিতে পারবেন ভক্তরা। শতবর্ষ উপলক্ষে এই বছর, পুজোর আগেরদিন সারারাত খোলা থাকবে কাউন্টার। তাই ট্রাস্টের তরফ থেকে, আগের দিন পুজো দেওয়ার পরামর্শই দেওয়া হচ্ছে, যাতে পুজোর দিন ভোরে হইচই-হট্টগোল এড়ানো যায়। এক্ষেত্রে স্থানীয়দের বেশি করে আগের রাতেই পুজো দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে ট্রাস্টের পক্ষ থেকে।

শতবর্ষে বাড়তি আবেগ ও উন্মাদনা
প্রসঙ্গত, এই বছর শতবর্ষে বড়মা। তাই গোটা নৈহাটিজুড়ে কার্যত সাজসাজরব। দিন কয়েক আগেই বড়মার নয়া মন্দিরের উদ্বোধন হয়েছে। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্বরা। বড়মার নয়া মন্দিরের উদ্বোধন উপলক্ষে বিশেষ বার্তা পাঠিয়েছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

সম্প্রতি সুবিশাল শোভাযাত্রা এবং নাম সংকীর্তন সহযোগে বড়মার কষ্টি পাথরের মূর্তি নিয়ে আসা হয় নবনির্মিত মন্দিরে। বড়মার নয়া মূর্তি ঘিরে কার্যত আবেগে ভেসেছেন গোটা নৈহাটির মানুষ। নয়া বিগ্রহ আসার পর কয়েকদিন বন্ধ থাকে মন্দির। তারপর বিশেষ পুজোর মধ্যে দিয়ে প্রাণ প্রতিষ্ঠার পর সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের দরজা।


শুরু হয়ে গিয়েছে ভক্তদের ভিড়
নবনির্মিত মন্দির খুলে দেওয়ার পর থেকেই ঢল নেমেছে ভক্তদের। দূরদূরান্ত থেকে ছুটে আসছেন মানুষ। প্রতিদিনই সকাল থেকে লম্বা লাইন পড়ছে মন্দিরের সামনে। বিশেষত শনি ও মঙ্গলবার তো ভক্তদের স্রোত নামছে মন্দির চত্বরে। এক্ষেত্রে ট্রাস্টের সদস্যরা মনে করছেন, আসন্ন কালীপুজোয় জনসুনামি দেখা দিতে পারে বড়মার পুজোয়। তাই ভিড় সামাল দিতে পর্যাপ্ত ব্যবস্থাও রাখছেন উদ্যোক্তারা। পুজো যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, তারজন্য তৎপর রয়েছেন পুলিশ ও প্রশাসনের কর্তারাও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *