Anganwadi : অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাল চুরির অভিযোগ শিক্ষিকা-রাধুনির বিরুদ্ধে, তালাবন্দি করল গ্রামবাসীরা – malda anganwadi center rice theft allegations against teacher and cook


রেশন দুর্নীতি কাণ্ডে যখন উত্তাল রাজ্য, ঠিক সেই সময়ই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে চাল চুরির অভিযোগ উঠল শিক্ষিকা ও রাধুনির বিরুদ্ধে। চাল চুরির সময় হাতেনাতে ধরা পড়লেন তাঁরা। অভিযোগ অন্তত এমনটাই। ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল ১ নম্বর ব্লকের বাকিপুর কেন্দ্রে। যদিও সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবি অভিযুক্ত শিক্ষিকার।

অভিভাবক-অভিভাবিকাদের অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাল চুরির সময় সময় হাতেনাতে ধরে ফেরা হয় ওই শিক্ষিকা ও রাধুনিকে। এরপরেই তাঁদের ওই কেন্দ্রে তালাবন্দি করে রখা হয়। অভিভাবকদের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই কেন্দ্রে নিয়ম মেনে খাবার দেওয়া হয় না। চাল এবং সবজিও চুরি হয়ে যায়। আর এদিন ওই দু’জনকে সরাসরি চাল চুরি করতে দেখা গিয়েছে বলে দাবি।

ঠিক কী অভিযোগ?

রফিকুল আলম রবি নাম এক ব্যক্তির অভিযোগ, ‘দীর্ঘদীন ধরেই চলছিল, ঠিক মতো বাচ্চাদের খাবার দেয় না। ভালো যা যা আসে, সব বাইরে চলে যায়। সেই অভিযোগেই আজকে আটকানো। যবে থেকে অঙ্গনওয়াড়ি চালু হয়েছে, তবে থেকেই এমনটা চলছে। আজকে দেখলাম, এখান থেকে চাল নিয়ে যাচ্ছিল। দোকানে যাচ্ছিল, না বাড়ি যাচ্ছিল, সেটা ওঁরাই বলবে। গ্রামবাসীরা ধরে ফেলেন। তারপর তালা বন্ধ করে রাখা হয়। সরকার অনেক কিচু পাঠাচ্ছে, সরকারই তদন্ত করে দেখবে। সঠিকভাবে যাতে চলে, তার ব্যবস্থা চাইছি।’

এক মহিলার অভিযোগ, ‘এখানে অঙ্গনওয়াড়িতে চুরি হয়, বাচ্চারা খেতে পায় না। চাল ডাল তরকারি চুরি হয়ে যায়, বাচ্চগুলোকে খেতে দেয় না। আজ ধরা পড়ে গিয়েছে। এটার আমরা বিচার চাই। এর আগেও বলা হয়েছে, ভুল স্বীকার করে নিয়ে, ফের একই কাজ করেছে।’

অভিযোগ অস্বীকার শিক্ষিকার
যদিও চাল চুরির অভিযোগ মানতে নারাজ অভিযুক্ত শিক্ষিকা সিতারা বিবি। তাঁর পালটা দাবি, ‘চালাকি করে আমায় ঢোকালো। চাল চুরির বিষয়ে আমি কিছু জানিই না। আমি ঘরে ছিলাম, খাতা লিখছিলাম। আমি হেল্পারকে রান্না করতে দিলাম, ১০ কিলো চাল কালকের জন্য রাখলাম, কাল আসবো না সেই জন্য। ও রান্না চাপাল, আমি ঘরে ছিলাম। এগুলো মিথ্যা অভিযোগ।’

একইসঙ্গে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিরুদ্ধে ঠিক মতো খাবার না দেওয়ার যে অভিযোগ উঠেছে, তার প্রেক্ষিতে শিক্ষিকার দাবি, কিছুদিন আগে একটা গণ্ডগোল হয়েছিল। তবে সেই সময় তিনি অবশ্য স্কুলে ছিলেন না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *