Lok Sabha Election: ডায়মন্ড হারবারে নওশাদকেই সমর্থন, অভিষেকের জন্মদিনেই বড় ঘোষণা সেলিমের – md selim says they will support nawsad siddique from diamond harbour constituency in lok sabha election


লোকসভা নির্বাচনের জন্য এখন থেকেই সমর কৌশল শুরু করেছে সমস্ত রাজনৈতিক দলগুলি। রাজ্যের অন্যতম হাইভোল্টেজ কেন্দ্রগুলির মধ্যে অন্যতম ডায়মন্ডহারবার। আর এই কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে লড়াই করার জন্য হুঁশিয়ারি দিয়েছিলেন ISF বিধায়ক নওশাদ সিদ্দিকি। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মূল প্রতিপক্ষ হিসেবে তুলে ধরে মন্তব্য করেছিলেন, “আমি কনফিডেন্ট যে বেশি ভোট পাব।” এদিকে BJP-র এক মঞ্চ থেকে এই কেন্দ্রেই প্রার্থী হওয়ার প্রসঙ্গ শোনা যায় লোকসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কণ্ঠেও।

স্বাভাবিকভাবেই লোকসভা নির্বাচনের ডঙ্গা বাজার আগেই ফোকাসে ডায়মন্ড হারবার। উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার অভিষেককে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন নওশাদ।

এই যুব ISF নেতাকে সমর্থন করার কথা আগেই জানিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে বড় ঘোষণা মহম্মদ সেলিমের।

গত ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাম,কংগ্রেস এবং ISF জোট বাঁধে। গড়ে ওঠে সংযুক্ত মোর্চা। নওশাদের ঘোষণার পর এই দলগুলির অবস্থান ঠিক কী হয়! সেই দিকে তাকিয়ে ছিল রাজনৈতিক মহল। বিষয়টি প্রসঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, “ডায়মন্ড হারবারে নওশাদকে সমর্থন করা হবে। এই নিয়ে ধাপে ধাপে আলোচনা হবে।”

অর্থাৎ বামেদের সমর্থন নিজেদের দিকে টানতে পেরেছেন নওশাদ সিদ্দিকি। স্বাভাবিকভাবেই কিছুটা পাল্লা ভারী হল এই যুবনেতার, মত রাজনৈতিক মহলের।

Abhishek Banerjee : মোদী দাঁড়ালেও জিতবেন অভিষেক, প্রত্যয়ী তৃণমূল
এদিকে নওশাদ সিদ্দিকি ডায়মন্ড হারবার থেকে লোকসভার প্রার্থী হলে BJP-র প্রতিক্রিয়া ঠিক কী হতে চলেছে, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে উঠেছিল। এই প্রসঙ্গে BJP সাংসদ দিলীপ ঘোষ বলেন, “আরে তিনি নির্বাচনে লড়াই করার জন্য প্রার্থী দিক তারপর বলব। ডায়মন্ড হারবার কেন নওশাদ সিদ্দিকি দার্জিলিঙেও দাঁড়াতে পারেন। গণতন্ত্রে যে কোনও দলের সদস্য যে কোনও জায়গায় দাঁড়াতে পারেন।”

অন্যদিকে, ISF বিধায়ক নওশাদ সিদ্দিকির পালটা হুংকার দিয়েছিলেন পার্থ ভৌমিকও। তিনি বলেছিলেন, “নরেন্দ্র মোদীকেও ডায়মন্ড হারবারের প্রার্থী করা হলে জিতবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ই।” এর পালটা দিলীপ ঘোষ বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাশি পাঠিয়ে দিক। তখন দেখা যাবে কত দম। অরবিন্দ কেজরিওয়াল এসেছিলেন। তাঁর কী অবস্থা দেখুন!”

উল্লেখ্য, ২০১৯ সালে লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার থেকে BJP-র প্রার্থী হয়েছিলেন নীলাঞ্জন রায়। বামেদের প্রার্থী ছিলেন ফুয়াদ হালিম এবং কংগ্রেসের প্রার্থী ছিলেন সৌম্য আইচ রায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *