Suvendu Adhikari : ‘নওশাদ ভাইয়ের লড়াইয়ে নিষ্ঠা আছে!’ ডায়মন্ডহারবারে সমর্থন করবে বিজেপি? জানিয়ে দিলেন শুভেন্দু – suvendu adhikari bjp leader praises nawsad siddique but also said bjp will not support isf at diamond harbour


‘আইএসএফ-এ সমর্থন দেওয়ার কোনও প্রশ্নই নেই, বিজেপির প্রার্থী থাকবে এবং বিজেপির প্রার্থী জেতার জন্যই লড়বে’, আসন্ন লোকসভা নির্বাচনে ডায়মন্ডহারবারে নওশাদ সিদ্দিকির ভোটে দাঁড়ানোর প্রশ্নে এমনটাই জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা আরও বলেন, ‘গতবারেরও বিজেপি প্রার্থী সাড়ে ৩-৪ লাখ ভোট পেয়েছিল। ওখানে আমাদের ভালো ভোটব্যাঙ্ক রয়েছে। ওকানে পুলিশি সন্ত্রাস ও গুণ্ডাগিরির জন্য আমরা ভোট পাইনি।’

তবে এদিন আইএসএফ ও নওশাদ সিদ্দিকির লড়াইয়ের প্রশংলা করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘আইএসএফএর লড়াইটা আমি পঞ্চায়েত বা পঞ্চায়েতের পরে দেখেছি। তারা সিপিএম-কংগ্রেসের মতো বেঙ্গালুরু-মুম্বই-পটনার সেটিংয়ের রাজনীতি করেনি। তাদের আদর্শের সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। আইএসএফ-কে ওই কেন্দ্র সমর্থনের কোনও প্রশ্নই নেই। বিজেপির পদ্মফুলের প্রার্থী রয়েছে, জনাধার রয়েছে। আমরা লড়ব,জেতার লক্ষে লড়ব, আমরাই ওদের হারাব।’

শুভেন্দু আরও বলেন, ‘একটা লাইন না বললেই নয়, এটা শুনলে হয়ত বিজেপির বি টিম বলা হবে। তবে বিজেপি-কংগ্রেসের যে সেটিং রাজনীতি আছে, দিল্লিতে দোস্তি, বাংলার কুস্তি, আইএসএফ-এর সেটা নেই। আইএসএফ তার আদর্শ নিয়ে লড়াই করে, তার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। তেল আর জল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসনের বিরুদ্ধে নওশাদ ভাইয়ের লড়াই, সেই লড়াইয়ের একটা নিষ্ঠা আছে বলে, একজন বিধায়ক সহকর্মী হিসেবে আমি বিধানসভার মধ্যে দেখেছি।’

বিস্তারিত আসছে…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *