Abhishek Banerjee News Today : জানুয়ারি থেকে ৭০ হাজার বৃদ্ধাকে নিজের উদ্যোগে ‘ভাতা’, ঘোষণা অভিষেকের – tmc mp abhishek banerjee announces he will help economically old ladies of diamond harbour lok sabha from 1st january 2024


অসহায় বয়স্কদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে বড় ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল সাংসদ জানান দুয়ারে সরকারের মাধ্যমে ডায়মন্ডহারবার লোকসভা এলাকায় প্রায় ৭০ হাজার বয়স্ক মহিলার নাম বার্ধক্য ভাতার জন্য নথিভুক্ত করা হয়েছে। আর এবার সেই বয়স্ক মহিলাদের পাশে দাঁড়ানোরই ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল সাংসদ বলেন, ‘আপনারা জেনে রাখুন খালি ডায়মন্ডহারবার লোকসভা এলাকায় ৭০ হাজার বয়স্ক মহিলাকে দুয়ারে সরকারে মাধ্যমে রেজিস্টার করা হয়েছে, যাতে তাঁরা আগামীদিনে বার্ধক্য ভাতা পান। ফলতাতেও ১০-১২ হাজার মহিলা রয়েছেন, যাঁরা বার্ধক্য ভাতা চাইছেন। সরকার যবে দেবে দেবে, আমি আপনাদের কথা দিচ্ছি, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের এক থেকে দেড় লাখ সক্রিয় কর্মী রয়েছেন। তাঁদের থেকে সাহায্য সহযোগিতা নিয়ে, এই ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকাজুড়ে যে ৭০ হাজার মহিলা নিজেদের নাম নথিভুক্ত করেছেন,নতুন বছরের পয়লা জানুয়ারি থেকে আমাদের সীমাবদ্ধ সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা করে তাঁদের পাশে আমরা দাঁড়াব। প্রতি মাসে তাঁদেরকে আমরা সাহায্য করব, সহযোগিতা করব।’

অভিষেক বলেন, ‘পয়লা জানুয়ারি থেকে এই ৭০ হাজার বয়স্কা মহিলা, সবার হাতে আমাদের সীমাবদ্ধ ক্ষমতা অনুযায়ী, যতটুকু আমরা পারব সাহায্য তুলে দেবে, সরকারের কোনও সহযোগিতা ছাড়া। এই কাজগুলো করার জন্যই তো আমাদের মানুষ নির্বাচিত করেছে। আর এটাই ডায়মন্ডহারবার মডেল।’

এদিন ১০০ দিনের কাজের প্রসঙ্গও টেনে আনেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘কেন্দ্র হাজার চেষ্টা করলেও ডায়মন্ডহারবারের একটা লোককেও ভাতে মারতে পারবে না। আর আপনাদের টাকা আটকে রেখে, আপনাদেরকে যদি কেন্দ্র শিক্ষা দিতে চায়, যতদিন আমি আছি, সেটা হতে দেব না। আমি কাজ করে দেখিয়েছি, আগামী দিনেও দেখাব। যদি ৭০হাজার বয়স্কা মহিলার বার্ধক্য ভাতার ব্যবস্থা আমি করতে পারি, তাহলে যাঁরা ১০০ দিনের কাজে বঞ্চিত, তাঁদের ব্যবস্থাও খুব শীঘ্রই করব, কথা দিয়ে যাচ্ছি, নিশ্চিন্ত থাকুন।’

Abhishek Banerjee : ‘৩ মাসের মধ্যে ফলতার প্রতি বাড়িতে জল’, ২৪-এর আগে বড় ঘোষণা অভিষেকের
অন্যদিকে, বিজেপির নাম না করে অভিষেক দাবি করেন, ‘আগামী লোকসভা নির্বাচনে ওরা আবার টাকা দিতে আসবে। আমি বলি, টাকা দিতে এলে নিয়ে নেবেন। কারণ ওই টাকা আপনাদের। বড় ফুলের থেকে টাকা নেবেন, আরা জোড়াফুলে ভোট দেবেন।’ আগামী লোকসভা নির্বাচনে গত ২০১৯-এর ৩ লাখ ৩১ হাজার ভোটের ব্যবধানকে ৪ লাখে নিয়ে যেতে হবে বলেও উপস্থিত জনতাকে অঙ্গীকারবন্ধ করান অভিষেক বন্দ্যোপাধ্যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *